shono
Advertisement

ফের ‘তৃণমূল’কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, বেঁচে যাওয়ায় কুপিয়ে খুন

ওই ব্যক্তি দলের কর্মী নন বলেই জানিয়েছেন স্থানীয় বিধায়ক।
Posted: 09:41 PM Dec 20, 2021Updated: 09:44 PM Dec 20, 2021

বিপ্লবচন্দ্র দত্ত, নদিয়া: ফের রাতের অন্ধকারে চলল গুলি। নদিয়ার চাপড়ায় খুন হলেন এক ‘তৃণমূল’ (TMC) কর্মী। যদিও ওই ব্যক্তি দলের কর্মী নন বলেই জানিয়েছেন স্থানীয় বিধায়ক রুকবানুর রহমান। তবে খুনের ঘটনার দ্রুত কিনারার দাবি জানিয়েছেন তিনি।

Advertisement

সোমবার সন্ধেয় চাপড়া থানার লক্ষ্মীগাছা এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই ব্যক্তি। নাম জামদার শেখ। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তার পরও মেলেনি রেহাই। ওই ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। শেষে রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেখানেই মৃত্যু হয় জামদারের। তিনি পেশায় ব্যবসায়ী।

[আরও পড়ুন: ধোপে টিকল না বিরোধীদের আপত্তি, লোকসভায় পাশ ভোটার-আধার সংযুক্তির বিল]

স্থানীয়দের দাবি, জামদার এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। যদিও সে কথা অস্বীকার করেছেন বিধায়ক রুকবানুর রহমান। বলেন, “উনি আমাদের দলের সঙ্গে যুক্ত নন। বরং এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল, তদন্ত করে সেটা দ্রুত জানার চেষ্টা করুক পুলিশ।” তবে ভর সন্ধেবেলা এলাকায় এভাবে গুলি চলায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ পিকেট বসেছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই নদিয়ায় আরও এক তৃণমূলকর্মীকে একইভাবে খুন করা হয়েছিল। জানা গিয়েছিল, চায়ের দোকানে সামান্য বচসার জেরে প্রাণ গিয়েছিল নদিয়ার (Nadia) তৃণমূল কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ওই যুবককে খুনের পরই থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত। 

[আরও পড়ুন: মেয়েরা কেবল মাতৃগর্ভে আর কবরে সুরক্ষিত, সুইসাইড নোটে লিখে চরম পদক্ষেপ চেন্নাইয়ের স্কুল পড়ুয়ার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার