shono
Advertisement

মহিলাকে জোর করে গাড়িতে তুলে ‘শ্লীলতাহানি’, গ্রেপ্তার যুব তৃণমূল নেতা

এই ঘটনাকে হাতিয়ার করে ঘাসফুল শিবিরকে খোঁচা দিতে ব্যস্ত বিরোধীরা।
Posted: 04:58 PM Sep 10, 2023Updated: 05:54 PM Sep 10, 2023

সুমন করাতি, হুগলি: মহিলাকে জোর করে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুব তৃণমূল নেতা। এই ঘটনাকে হাতিয়ার করে ঘাসফুল শিবিরকে খোঁচা দিতে ব্যস্ত বিরোধীরা। তার ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ঘাসফুল শিবির।

Advertisement

হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা এক মহিলার দাবি, শনিবার জোর করে তাঁকে চারচাকা গাড়িতে তুলে নেওয়া হয়। ওই গাড়িতে ছিলেন শেখ মোমিন হোসেন। তিনি পাণ্ডুয়ার ক্ষীরকুণ্ডি-নিয়ালা-নামাজগ্রাম অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। নির্যাতিতার অভিযোগ, তাঁকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই শ্লীলতাহানি করা হয় বলেই অভিযোগ। ওই মহিলা চিৎকার শুরু করেন। তাতেই স্থানীয় লোকজন দৌড়ে আসে। পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় মোমিন।

[আরও পড়ুন: গাড়ি চালানো শেখার সময় শিশুকে পিষে দিল যুবক, রণক্ষেত্র ময়নাগুড়ি]

নির্যাতিতার পরিবার পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত মোমিনকে গ্রেপ্তার করে। এই ঘটনাকে হাতিয়ার করে খোঁচা দিতে ব্যস্ত বিরোধীরা। পাণ্ডুয়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা আমজাদ হোসেনের কটাক্ষ, “এটাই তৃণমূলের সংস্কৃতি।” এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে ঘাসফুল শিবির। পাণ্ডুয়ার তৃণমূল সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, “কেউ খারাপ কাজ করলে, পুলিশ তাকে সমর্থন করে না।”
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘কাজ কম, মাইনে বেশি, তাই টাকা দিয়ে শিক্ষকের চাকরি কেনা’, সৌগত রায়ের মন্তব্যে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার