গোবিন্দ রায়: নাবালিকাকে ধর্ষণ মামলায় স্বস্তি মিলল না পূর্ব মেদিনীপুরের তৃণমূল ছাত্রনেতা শুভদীপ গিরির। তাঁকে আত্মসমর্পণ করার জন্য কলকাতা হাই কোর্টের (Calcutta HC) সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, সেটাই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। সোমবার এই সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করতে চায়নি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যার অর্থ, শুভদীপকে আত্মসমর্পণ (Surrender) করতেই হবে। তাঁর বিরুদ্ধে তদন্তও চলবে।
কাঁথির তৃণমূল ছাত্রনেতা (TMCP) শুভদীপ গিরির বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, নাবালিকাকে দিঘায় নিয়ে গিয়ে ধর্ষণ ও ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি। নাবালিকার পরিবার এ বিষয়ে আদালতের দ্বারস্থ হলে হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, অভিযুক্ত ছাত্রনেতা শুভদীপ গিরিকে আত্মসমর্পণ করতে হবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে (Division Bench) যান শুভদীপের আইনজীবী। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ এতে হস্তক্ষেপ করতে চায়নি। তবে প্রধান বিচারপতি জানিয়েছেন, চাইলে আত্মসমর্পণের নির্দেশের পুনর্বিবেচনার জন্য নতুন করে আবেদন করতে পারবে অভিযুক্ত। তবে তা বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চেই করতে হবে।
[আরও পড়ুন: SSC দুর্নীতি: নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ‘রেট’ ২০ লক্ষ, কাদের কাছে পৌঁছত বিপুল টাকা?]
জানুয়ারিতে নাবালিকার পরিবার শুভদীপের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, দিঘায় নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ ও পরে বিয়ে করতে অস্বীকার করার মতো গুরুতর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কিন্তু তারপরও শুভদীপকে গ্রেপ্তার না করায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। নাবালিকার পরিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুবিচার চেয়ে। এদিকে, শুভদীপ গিরি ততদিনে পলাতক।
[আরও পড়ুন: সাগরদিঘি উপনির্বাচন: মিমি-নুসরতদের সঙ্গে প্রচারযুদ্ধে ঝাঁপাবেন লকেট-হিরণরা]
জানুয়ারির শেষ সপ্তাহে এই মামলার শুনানি হয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। বিচারপতি কাঁথি থানার ওসিকে ভর্ৎসনার সুরে বলেছিলেন, “আমি ভাল বুঝতে পারছি অভিযুক্তর উপর আপনার সফট কর্ণার আছে। আদালতকে এত সহজভাবে নেবেন না। আমার বিশ্বাস, আপনারা জানেন কোথায় অভিযুক্ত আছে। যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করুন।” বিচারপতি আরও বলেন, “আগের নির্দেশ পালন করা হয়নি। আইও একাধিকবার অভিযান চালিয়েও শুভদীপকে ধরতে পারেনি।” পাশাপাশি শুভদীপ আগাম জামিনের মামলা করলেও তা যাতে নামঞ্জুর হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। তাঁর এই নির্দেশে সোমবার হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। ফলে অস্বস্তি বাড়ল অভিযুক্ত ছাত্রনেতার।