বাবুল হক ও শাহজাদ হোসেন, মালদহ: ‘গৌড়বঙ্গে সম্প্রীতির মাটিতে বিভাজনের বিষ ঢোকানো হচ্ছে। সিএএ (CAA), এনআরসি (NRC) করে দেশভাগের ষড়যন্ত্র চলছে।’ বিজেপিকে নিশানা করে এর বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান (Shahnawaz Ali Raihan)। পাশাপাশি লন্ডনের মাটিতে এনআরসি বিরোধী আন্দোলনের জন্য তাঁকে দেশদ্রোহী বলে তোপ দেগেছে বিজেপি (BJP)। পালটা শাহনওয়াজের হুঙ্কার, “ভারত বিরোধী নই, আমি খোঁচা খাওয়া বাঘ।”
প্রার্থী তালিকায় নাম ঘোষণার পর বুধবার কলকাতা থেকে মালদহ ফেরেন শাহনওয়াজ। স্টেশন চত্বরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, “গৌড়বঙ্গের মাটি সম্প্রীতির মাটি। আমি এখানে বড় হয়েছি, এখানকার ভূমিপুত্র। মালদহের কালিয়াচকের জালালপুরে রথের মেলাতে গিয়েছি। স্কুলে বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করেছি, কখনো হিন্দু মুসলমান ভাবিনি। এখন এই মাটিতে হিন্দু-মুসলিম ভাগ করছে বিজেপি। যা আমি আটকাবো।”
[আরও পড়ুন: ‘বাংলার অধিকার যাত্রা’, ‘বাংলা বিরোধীদের বিসর্জনে’ আজ থেকে প্রচারে তৃণমূল প্রার্থীরা]
অতীতে লন্ডনের মাটিতে শাহনওয়াজের এনআরসি বিরোধী আন্দোলনের প্রসঙ্গ টেনে সম্প্রতি তাঁকে ‘দেশদ্রোহী’ কটাক্ষ করেছে বিজেপি। সে প্রসঙ্গেও সুর চড়িয়ে তৃণমূল প্রার্থী বলেন, “আমি লন্ডনে বিজেপি সরকারের এনআরসি লাগু করার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। বিজেপির দেশদ্রোহী আখ্যা আমাকে খোঁচা খাওয়া বাঘে পরিণত করেছে। আমি ভারত বিরোধী নই, আমি বিজেপি বিরোধী। বাংলা তথা দেশভাগের রাজনীতি করা বিজেপির বিরুদ্ধে আমার লড়াই জারি থাকবে।” রাজনৈতিক মহলের জল্পনা, লন্ডনে থাকাকালীন বছর পাঁচেক আগে ভারতীয় পড়ুয়াদের নিয়ে তাঁর সেই আন্দোলন নজর কেড়েছিল তৃণমূল নেত্রীর। আর সেই ঘটনা প্রসঙ্গেই সম্প্রতি তাঁকে ‘দেশদ্রোহী’ তকমা দেয় বিজেপি।
[আরও পড়ুন: অভিজিৎ ‘নর্দমার কীট’! ভাইরাল স্ক্রিনশট নিয়ে মুখ খুললেন দিব্যেন্দু]
এদিন মালদহ ফিরেই প্রচারে নামেন শাহনওয়াজ। সকাল সাড়ে নটা নাগাদ সামসেরগঞ্জের ডাকবাংলায় পৌঁছলে তাঁকে স্বাগত জানান স্থানীয় বিধায়ক আমিরুল ইসলাম। দলীয় কার্যালয়ে ব্লকের সমস্ত নেতাকে নিয়ে প্রস্তুতি সভাও হয়। সেখানেও সিএএ ও এনআরসির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন শাহনওয়াজ।