সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাকাতি করে প্রেমিকাকে ৬০ লক্ষ টাকা উপহার দিলেন এক যুবক। সম্প্রতি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এটাওয়াতে একটি ডাকাত দলকে পাকড়াও করে পুলিশ। এর পরেই অপরাধের নেপথ্যে কাহিনি প্রকাশ্যে এসেছে। যা জেনে চমকে গিয়েছেন পুলিশ আধিকারিকরাও। এই ঘটনায় যুগল-সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সম্প্রতি এটওয়া শহরে একের পর এক ডাকাতির ঘটনা ঘটে। তদন্তে নেমে রবিবার ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে অবাক হয় পুলিশ। প্রেমিকা মহিমা সিংয়ের ইচ্ছাপূরণ করতেই ওই চক্রের মূল পাণ্ডা ২২ বছরের পারস তিওয়ারি ডাকাতি করেছিলেন বলে দাবি তদন্তকারীদের। পারস বাকি অপরাধীদের সংঘবদ্ধ করে একের পর এক ডাকাতি চালান। এভাবেই মোট ৬০ লক্ষ টাকা উপহার দেন মহিমাকে। ডাকাতির অভিযোগে ধৃত বাকিরা হলেন অমিত সোনি, রাজা, জ্ঞানেশ্বর গুপ্ত এবং দেবেন্দ্র বর্মা সোনার।
[আরও পড়ুন: গল্প নয়, সত্যি! ঘরভাড়ার টাকা বাঁচাতে বিমানে যাতায়াত করেন এই মহিলা কর্মী]
এটাওয়ার এসএসপি সঞ্জয় কুমার জানিয়েছেন, ডাকাত দলের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ ৯ লক্ষ টাকা, ৮ লক্ষ টাকার গয়না। এছাড়াও দু’টি অবৈধ আগ্নেয়াস্ত্র, একটি ছুরি এবং তিনটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তী তদন্তপ্রক্রিয়া শুরু হয়েছে।