shono
Advertisement

Breaking News

আগস্টের প্রথম লকডাউনে শুনশান রাস্তাঘাট, মোড়ে মোড়ে নাকা তল্লাশি পুলিশের

লকডাউন অমান্য করে আমজনতার রাস্তায় বেরনোর প্রবণতা কমেছে বলেই দাবি পুলিশের। The post আগস্টের প্রথম লকডাউনে শুনশান রাস্তাঘাট, মোড়ে মোড়ে নাকা তল্লাশি পুলিশের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:57 AM Aug 05, 2020Updated: 09:01 AM Aug 05, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Coronavirus) গ্রাফ সকলেরই চিন্তার ভাঁজ চওড়া করছে। এই পরিস্থিতিতে সাপ্তাহিক লকডাউনের মাধ্যমে সংক্রমণের চেনকে ভাঙার চেষ্টা করছে রাজ্য সরকার। তাই বুধবার গোটা রাজ্যজুড়ে চলছে লকডাউন। আগস্টের প্রথম লকডাউনে শুনশান রাস্তাঘাট। কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন  মোড়ে মোড়ে নাকা তল্লাশির বন্দোবস্তও করা হয়েছে। অকারণে বাইরে কেউ বেরলে তাঁর বিরুদ্ধে নেওয়া হচ্ছে যথোপযুক্ত বন্দোবস্তও। 

Advertisement

মার্চের শেষের তুলনায় গোটা রাজ্যজুড়ে আগস্টের সাপ্তাহিক লকডাউনে (Lockdown) সম্পূর্ণ বিপরীত ছবি দেখা গেল। প্রয়োজন কিংবা অপ্রয়োজনে নিয়ম ভেঙে মার্চের শেষের লকডাউনে রাস্তায় বেরতে দেখা যেত অনেককেই। তবে আগস্টে সেই চেনা ছবি উধাও। পরিবর্তে মাসের প্রথম লকডাউনে রাস্তায় নেই মানুষের ভিড়। শহরে ব্যস্ততম ধর্মতলা মোড় হোক কিংবা কাঁকুড়গাছি বা জেলার বিভিন্ন অলিগলি সর্বত্রই শুনশান। কার্যত জনমানবশূন্য চতুর্দিক। ওষুধ ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ। কোথাও নেই মানুষের ভিড়। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী। চলছে নাকা তল্লাশি। রাস্তায় বেরনো প্রত্যেকটি গাড়ি থামিয়ে পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে দেখা হচ্ছে গাড়িচালক কিংবা আরোহীদের পরিচয়পত্র। আদৌ সত্যি কোনও জরুরি প্রয়োজনে তাঁরা বেরিয়েছেন কিনা, তা খতিয়ে দেখছেন রাস্তায় টহলরত পুলিশকর্মীরা। এছাড়া প্রত্যেকে মাস্ক পরেছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে অনেকেই মনে করছেন, বর্তমানে লকডাউন অমান্য করে রাস্তায় বেরনোর প্রবণতাও সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট কম। তার ফলে কিছুটা হলেও কমেছে পুলিশের ঝক্কি।

[আরও পড়ুন: বুধবার লকডাউন ভেঙে বিজেপি পথে নামলে প্রশাসনই ব্যবস্থা নেবে, হুঁশিয়ারি তৃণমূলের]

চলতি মাসে ঠিক কবে কবে হবে সম্পূর্ণ লকডাউন, সেই দিনক্ষণ বদলেছে বারবার। নবান্নের তরফে প্রকাশিত শেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ আগস্টের পর চলতি মাসে আগামী ৮ (শনিবার), ২০ (বৃহস্পতিবার), ২১ (শুক্রবার), ২৭ (বৃহস্পতিবার), ২৮ (শুক্রবার) এবং ৩১ (সোমবার) হবে পূর্ণ লকডাউন। আজ, বুধবারের মতোই ওই দিনগুলিতেও বন্ধ থাকবে বাজার-হাট, পার্লার, ব্যাংক। যদিও চিকিৎসা, সাফাই, জল, ডেয়ারি, পেট্রল-সহ সমস্ত জরুরি পরিষেবা পাবেন রাজ্যবাসী।  

[আরও পড়ুন: পুলিশের মদতে রাম মন্দিরের ভূমিপুজোর হোর্ডিং ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত খড়গপুর]

The post আগস্টের প্রথম লকডাউনে শুনশান রাস্তাঘাট, মোড়ে মোড়ে নাকা তল্লাশি পুলিশের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement