অর্ণব আইচ: ফেসবুকে (Facebook) টলি অভিনেত্রী পায়েল মিঠাই সরকারকে কুপ্রস্তাব। তাও আবার বাংলা ছবির জনপ্রিয় পরিচালক রবি কিনাগির (Ravi Kinagi) নাম করে! কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানান ওই অভিনেত্রী। যেহেতু ওই অভিনেত্রী উত্তর শহরতলির বরানগর এলাকার বাসিন্দা, তাই কলকাতা পুলিশের পক্ষ থেকে তাঁকে বারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে। তাঁকে বারাকপুরের সাইবার ক্রাইম থানার ফোন নম্বর ও অন্যান্য বিস্তারিত তথ্যও দেওয়া হয়। অভিনেত্রী ফেসবুকে ফেক প্রোফাইল থেকে পাওয়া অশালীন বার্তার স্ক্রিনশটও পোস্ট করেছেন।
অভিনেত্রী পায়েল জানিয়েছেন, ”হঠাৎই রবি কিনাগির নাম করে একটি প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এবং মেসেজ আসে। আমি প্রথমে ভেবেছিলাম সত্যিই রবি কিনাগির প্রোফাইল। তবে মেসেঞ্জারে কথা এগোতেই কুপ্রস্তাব আসতে শুরু করে। তখনই বুঝে যাই, এই প্রোফাইল মোটেই রবি কিনাগির নয়। এটি ভুয়ো।”
[আরও পড়ুন: হিমাচলে হটপ্যান্টে ঋতুপর্ণা, ভিডিও নিয়ে শোরগোল নেটপাড়ায়]
অভিনেত্রীর কথায়, পরিচালক পরিচয় দিয়ে ব্যক্তিটি জানান, তিনি একটি নতুন সিনেমা তৈরি করছেন। তাতে ওই অভিনেত্রীকে অভিনয় করার সুযোগ দেওয়া হবে। কিন্তু তার জন্য অভিনেত্রীকে তাঁর সঙ্গে সময় কাটানোর নামে কুপ্রস্তাব দেওয়া হয়। পায়েল এই অশালীন বার্তার স্ক্রিনশটও শেয়ার করেছেন তাঁর ফেসবুক প্রোফাইলে। সেই স্ক্রিনশট শেয়ার করে পায়েল লিখেছেন, আজ ইন্ডাস্ট্রির নামে এই সব কিছু মানুষদের নাম করে ব্যবসা চলছে। যদিও বা অরিজিনাল প্রোফাইল নয়, তাও বললাম। সঙ্গে ভুয়ো প্রোফাইলের লিংকও দিয়েছেন অভিনেত্রী পায়েল। তবে সেই লিংক থেকে প্রোফাইল ডিলিট করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এরকম ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার বহু অভিনেত্রীকে ভুয়ো প্রোফাইল দিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ফিল্ম জগতের সঙ্গে যুক্ত মানুষদের ছবি নিয়ে নানা সময় সোশ্যাল মিডিয়ায় নানারকম অসাধু কাজেও ব্যবহার করা হয়েছে।
[আরও পড়ুন: শুটিং ফ্লোরে গুরুতর আহত Priyanka Chopra, ক্ষতবিক্ষত অভিনেত্রীর কপাল!]