Advertisement
উফফ গরম! মায়ামি সমুদ্র সৈকতে বোল্ড অবতারে তনুশ্রী, দেখেই ঘুম উড়ল ভক্তদের
নেটপাড়ায় 'ছ্যাঁকা' দিচ্ছেন তনুশ্রী চক্রবর্তী।
বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। ২০ সেপ্টেম্বর কলকাতা থেকে পাড়ি দিয়েছেন আটলান্টায়।
সেই মুলুক থেকেই কখনও ফ্লোরিডা, অরন্যান্ডো আবার কখনও বা মায়ামি সমুদ্র সৈকত থেকে হট ছবি শেয়ার করে ভক্তদের ঘুম ওড়াচ্ছেন তনুশ্রী।
শোনা যাচ্ছে, তনুশ্রী নাকি ১৫ দিনের আমেরিকা সফরে গিয়েছেন। আর সেখানেই পুরোপুরি ছুটির মেজাজে দেখা গেল তনুশ্রীকে।
নেটপাড়াতেও দাবানল! একেবারে দুধ সাদা ক্রুশের কাজ করা ব্রালেট টপ আর সাদা নেটের শর্ট প্যান্ট। ওপরে সাদা শ্রাগস। সেটাও ক্রচেটের।
বিভিন্ন পোজে ছবি তুলেছেন। কখনও নায়িকার উন্মুক্ত উঁরু! আবার কখনও বা বক্ষ বিভাজিকা! চোখেমুখে লাস্য। আবার কখনও বা মাখনের মতো উন্মুক্ত পিঠ দেখে মুর্চ্ছা যাওয়ার জোগাড়! তনুশ্রী রূপের আগুনে নেটপাড়ার পারদ চড়ছে।
Published By: Sandipta BhanjaPosted: 05:02 PM Oct 02, 2023Updated: 11:57 AM Oct 03, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ