সোমনাথ লাহা: শহর তিলোত্তমায় আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে উন্মাদনার পর এবার ফ্রান্স ও ক্রোয়েশিয়ার সমর্থনেও বিভাজিত ক্রীড়াপ্রেমী। আর সেই উত্তেজনার আঁচ পড়েছে টলিউডের আঙিনাতেও। কেউ ফ্রান্স, তো কেউ ক্রোয়েশিয়াকে সমর্থন করবে এই বিশ্বকাপে। এতদিন যাঁরা নিজের প্রিয় দল কিংবা প্লেয়ারের সমর্থনে গলা ফাটাতেন তাঁরাই ফাইনালে অন্য আমেজে।
দর্শনা বণিক (অভিনেত্রী)
আমার প্রিয় টিম ব্রাজিল এবারের বিশ্বকাপের আসর থেকে কোয়ার্টার ফাইনালেই বিদায় নেওয়ার পর আর সেভাবে কোনও খেলা দেখিনি। তবে বিশ্বকাপের ফাইনালটা অবশ্যই দেখব। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যে আমি ক্রোয়েশিয়াকেই সমর্থন করব। ক্রোয়েশিয়ার মতো একটা ছোট দল যেভাবে দারুণ ফুটবল খেলে ফাইনালে উঠে এসেছে সেটা ভাবাই যায় না। তাছাড়া একজন নতুন কমপিটিটর বিশ্বকাপের আঙিনায় এবারে উঠে এসেছে এটা খুব আনন্দের। তাই ক্রোয়েশিয়া প্রথমবার ফাইনাল উঠেছে এবার খুব ভাল ফুটবলের জন্যও। চাইব যাতে ওরাই জেতে এবারের বিশ্বকাপটা।
পাওলি দাম (অভিনেত্রী)
আমার প্রিয় টিম ব্রাজিল এবারের বিশ্বকাপ থেকে হেরে বিদায় নেওয়ার পর ফাইনালে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ম্যাচটা অবশ্যই দেখব। বাড়িতে বসেই খেলা দেখব। আর চাইব ক্রোয়েশিয়া যেন এবারের ওয়ার্ল্ড কাপটা জেতে। ফ্রান্স ১৯৯৮-তে একবার বিশ্বকাপ জিতেছে। ক্রোয়েশিয়া যেভাবে এবারে দারুণ ফুটবল খেলে ফাইনালে উঠেছে তাতে আমি চাইব আন্ডারডগ টিম হিসাবে ক্রোয়েশিয়াই কাপ জিতুক। এবারে আমার ব্রাজিলের থিয়াগো, কুটিনহো, মার্সেলোর পাশাপাশি ফ্রান্সের এমবাপের খেলা ভাল লেগেছে। দারুণ খেলছে ১৯ বছরের ফুটবলারটি। বেলজিয়ামের লুকাকুর খেলাও ভাল লেগেছে। ব্রাজিল হেরে যাওয়ার পর চেয়েছিলাম বেলজিয়াম আর ক্রোয়েশিয়া ফাইনাল খেলুক। কিন্তু বেলজিয়াম হেরে গেল। তবে ক্রোয়েশিয়া ফাইনালে উঠেছে। একটা ভাল ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছি।
তনুশ্রী চক্রবর্তী (অভিনেত্রী)
আমার প্রিয় দল ব্রাজিল এবারের বিশ্বকাপের আসর থেকে বিদায় নেওয়ার পরে আমি আর সেভাবে বিশ্বকাপের খেলা দেখিনি। এখন আমি অস্ট্রেলিয়ায় বেড়াতে এসেছি। ফাইনালটা সময় করে দেখব। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যে আমি ফ্রান্সকেই এগিয়ে রাখব। খেলাটা কোথায় বসে দেখব সেটা এখনও ঠিক করিনি। বেড়াতে এসেছি তো, অন্যরকম একটা মুডেও রয়েছি। তবে ফাইনাল খেলা দেখব। অন্য ফুটবলারেদর কথা বলতে পারব না, তবে নেইমার যখন এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোলটা করেছিল সেই মুহূর্তটা আমার কাছে এবারের সেরা একটা অনুভূতি। বলে ঠিক বোঝাতে পারব না, কি প্রচণ্ড উন্মাদনা হয়েছিল।
ইশা সাহা (অভিনেত্রী)
আমি যেহেতু ক্রিকেটার ভক্ত তাই ফুটবলটা সেভাবে দেখা হয়ে উঠত না। কিন্তু এবারের বিশ্বকাপের বেশ অনেকগুলো ম্যাচ দেখার পরে আমি কেমন করে যেন ফুটবল অনুরাগী হয়ে পড়েছি। ফুটবলের উন্মাদনাটা আমার মনের মধ্যে কেমন করে যেন বসে গিয়েছে। এত ভাল লেগেছে খেলা দেখতে যে বলে বোঝাতে পারব না। মেসিকে ভাল লাগার জন্য আর্জেন্টিনাকে সাপোর্ট করেছিলাম। তবে তারপরেও খেলা দেখেছি। সেমিফাইনালও দেখেছি। বেলজিয়াম, ক্রোয়েশিয়া যেভাবে দারুণ ফুটবল খেলেছে সেটা উপভোগ করেছি। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যে আমি ক্রোয়েশিয়াকেই সাপোর্ট করব। বাড়িতে ভাইয়ের সঙ্গে বসেই ফাইনাল খেলাটা দেখব। এবারের বিশ্বকাপে বেলজিয়ামের লুকাকুর খেলা আমার বেশ ভাল লেগেছে। তবে আমি চাইব মেসি যেন এখনই অবসর না নেয়। ও যেন অন্তত পরের বিশ্বকাপটা খেলে। তখন ওর বয়স যদিও ৩৫ বছর হবে, কিন্তু তাও মেসিকে যেন পরের বিশ্বকাপে দেখতে পাই।
The post কার হাতে উঠবে বিশ্বকাপ, কী চাইছেন টলি সুন্দরীরা? appeared first on Sangbad Pratidin.