shono
Advertisement

Breaking News

Digha

স্বামীর বন্ধুর সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক! দিঘায় ঘুরতে এসে রহস্যমৃত্যু তরুণীর, খুন নাকি আত্মহত্যা?

ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
Published By: Subhankar PatraPosted: 09:09 PM Apr 04, 2025Updated: 08:15 AM Apr 05, 2025

রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিবাহবহির্ভূত সম্পর্কের জের! ফের দিঘার হোটেলে যুবতীর রহস্যমৃত্যু! রুম থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। প্রেমিকের ও তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মৃত্যু মালদহের তরুণীর। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতীর নাম চুমকি দাস। বয়স ২৪ বছর। তিনি মালদহের হবিবপুর থানা এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, যুবতী বিবাহিতা। কিন্তু স্বামীর বন্ধুর সঙ্গেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। যা নিয়ে স্বামীর সঙ্গে প্রতিনিয়ত বিবাদ লেগেই থাকত। শেষে শ্বশুরবাড়ি ছেড়ে হবিবপুরে বাপের বাড়িতে থাকতে শুরু করেন চুমকি। ফলে স্বামীর ওই বন্ধুর সঙ্গে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হয় তাঁর। সোমবার চুমকি ও তাঁর প্রেমিক-সহ চারজন দিঘায় বেড়াতে যান। নিউ দিঘার একটি হোটেল ভাড়া নিয়েছিলেন তাঁরা। চুমকির মায়ের দাবি, "ওঁরা দিঘায় ঘুরতে গিয়েছিল সেটা আমরা জানতাম না।"

বৃহস্পতিবার রাতে চুমকি ছাড়া বাকি তিনজনকে বাইরে বেরতে দেখা যায়। কিন্তু চুমকির শরীর খারাপ থাকায় তিনি বেরনি বলে জানা গিয়েছে। পরে রাতে চুমকির প্রেমিক-সহ বন্ধুরা রুমে ফিরে এসে চুমকির ঝুলন্ত মৃত দেহ দেখে হোটেল ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এদিকে হোটেল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চুমকিকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর প্রশ্ন উঠছে তাহলে তাঁকে খুন করা হয়েছে না কি, সম্পর্কের টানাপোড়নের জেরে আত্মঘাতী হলেন তিনি। তাঁর প্রেমিক-সহ বন্ধুরা ঘটনার সঙ্গে যুক্ত না থাকলে পালিয়ে গেলেন কেন? পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিবাহবহির্ভূত সম্পর্কের জের! ফের দিঘার হোটেলে যুবতীর রহস্যমৃত্যু! রুম থেকে উদ্ধার ঝুলন্ত দেহ।
  • প্রেমিকের ও তাঁর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মৃত্যু মালদহের তরুণীর।
  • খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
Advertisement