সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর ইতিহাস আসলে যুদ্ধের ইতিহাস! সে কুরুক্ষেত্র থেকে শুরু করে ইউক্রেন-রাশিয়া অবধি। যদিও যুদ্ধ কেন? উত্তর জানা নেই 'হাল্লা রাজার সেনার'। তবে আখেরে লাভ যে অস্ত্র ব্যবসায়ীর এবিষয়ে একমত সকলেই। হাতে গরম রিপোর্ট সামনে এসেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিউটের সমীক্ষায়। এসআইপিআরআই জানাচ্ছে, ২০২৩ সালে ইউক্রেন-রাশিয়া, ইজরায়েল-হামাস-সহ বিশ্বজুড়ে একাধিক যুদ্ধ ও গোষ্ঠী সংঘাতের জেরে একাধিক সংস্থার অস্ত্র বিক্রি কয়েক গুণ বেড়ে গিয়েছে। রক্ত, মৃত্যুর বিনিময়ে ঝলমল করছে অস্ত্রের বাজার!
বিশ্বশান্তির জন্য কাজ করা সংস্থাটি জানাচ্ছে, ২০২৩ সালে অতিরিক্ত ৪.২ শতাংশ অস্ত্র বিক্রি করেছে শখানেক অস্ত্র কোম্পানি। টাকার অঙ্কে সেই পরিমাণ ৬৩২ বিলিয়ান। ইউক্রেন, গাজার পাশপাশি এশিয়া থেকে আফ্রিকা, সবখানে গোষ্ঠী সংঘর্ষ বেড়েছে গত কয়েক বছরে। এর জেরেই অতিরিক্ত লক্ষ্মীলাভ হয়েছে কোম্পানিগুলির। যদিও ২০২২ সালে পর্যাপ্ত শ্রমিকের অভাবে অস্ত্রের বাজারে মুনাফায় কিছুটা ঘাটতি হয়েছিল। গত বছর সেই ঘাটতি প্রলেপ লাগিয়েছে কোম্পানিগুলি।
এসআইপিআরআই-এর বক্তব্য, অস্ত্রের বাজারে ছোট কোম্পানিগুলি উল্লেখযোগ্য হারে উৎপাদন বাড়িয়েছে গত বছরে। এর মধ্যে সবেচেয়ে বেশি লাভের মুখ দেখেছে রাশিয়ার সংস্থাগুলি। একা রাশিয়ার সরকারি মালিকানাধীন কোম্পনি রোসটেক-এর ৪০ শতাংশ বিক্রি বেড়েছে। তারা গত বছর অস্ত্র বিক্রি করেছে অতিরিক্ত ২৬ বিলিয়ান। তবে এসআইপিআরআই-এর বক্তব্য, বিশ্বের একশোটি বড় অস্ত্র কোম্পানির বিক্রির বৃদ্ধির পুরো হিসেবে এখনও সামনে আসেনি। তবে একাধিক সংস্থা অতিরিক্তি কর্মী নিয়োগ করছে বলে খবর। এর কারণও বিক্রি বৃদ্ধি। যা ২০২৩ ডিঙিয়ে চলতি বছরের শেষেও অব্যাহত।