সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ব্রিটেনে বেড়াতে আসতে চান?
আপনাকে স্বাগত৷
ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসাতে এটাই আপনার লাভ৷ পাউন্ডের দাম পড়ে যাওয়াতে সস্তা হবে ব্রিটেন ভ্রমণের খরচ৷ ব্রেক্সিট গণভোটের ফলাফল প্রকাশ্যে আসতে শেয়ারবাজারে পতনে যখন কিছু ব্যবসায়িক ক্ষেত্র মাথায় হাত দিয়ে বসে পড়েছে, ঠিক সেই সময় আশার আলো দেখছে দেশের হোটেল ও পর্যটন সংস্থাগুলি৷
যেমন ধরুন মার্লিন এন্টারটেনমেন্ট৷ মাদাম তুসো মিউজিয়াম বা লন্ডন আইয়ের মালিক এই সংস্থার ২০১৫ সালটি ছিল ব্যবসার পক্ষে অত্যন্ত কঠিন৷ অল্টন টাওয়ারে রোলার কোস্টার দুর্ঘটনার পর নতুনভাবে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছিল মার্লিন৷ পাউন্ডের পতনে সেই ঘুরে দাঁড়ানো সহজ হবে বলেই মনে করছেন তাঁরা৷ তারপর আসা যাক হোয়াইটব্রেডের মালিকানাধীন প্রিমিয়ার ইনের কথায়৷ সিইও অ্যালিসন ব্রিটনস এই সেদিন পর্যন্ত কান্নাকাটি করছিলেন যে, লন্ডনের হোটেল ব্যবসার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে৷ তাঁরা যে কারণে গ্রীষ্মের মরশুমে হোটেলের ঘরের ভাড়া ৬ শতাংশ কমিয়ে দিতে বাধ্য হন৷ এখন তারাও আশা করছেন, হাল ফিরবে হোটেল ব্যবসার৷
ইউরোপ ভ্রমণের সব আকর্ষণ কেড়ে নিচ্ছিল প্যারিস আর ব্রাসেলস৷ কিন্তু গত ওই দুই শহরে ভয়াবহ জঙ্গি হামলার পর সেখানে পর্যটকের সংখ্যা কমেছে৷ সেই পর্যটক পাবে বলে আশা করেছিল ব্রিটেন৷ কিন্তু ওই দুই শহরের তুলনায় ব্রিটেনে বেড়ানোর খরচ বেশি হওয়ায় সেখানকার পর্যটন শিল্প খুব বেশি সুবিধা করতে পারেনি৷ এখন তাঁদের আশা, সহজেই হোটেলের ফাঁকা পড়ে থাকা ঘরগুলো পূর্ণ হবে৷
তেমনই ব্রিটেনের বিপনিগুলিরও বিক্রি বাড়বে৷ বারবেরির মতো বেশকিছু বিপনির বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয়তা রয়েছে৷ মেইন ফাস্ট-এর এক বিশেষজ্ঞ জন গাইয়ের মতে স্টার্লিং ১০ শতাংশ পতনের অর্থ সুদ ও কর প্রদানের আগে মুনাফা বেড়ে ৯০ মিলিয়ন পাউন্ড (১২২.৮ মিলিয়ন ডলার) হতে পারে৷
ব্রিটেন বিশ্বের অষ্টম বৃহত্তম পর্যটক গন্তব্য৷ ২০১৫ সালে ৩৬ কোটির বেশি পর্যটক পেয়েছে ব্রিটেন৷ তার মধ্যে বিদেশি পর্যকরাই খরচ করেছে ২২০০ কোটি টাকার বেশি৷ ব্রিটেনে আসা পর্যটকদের সিংহভাগই আমেরিকান৷
The post এবার স্বল্প খরচে বিলেত ভ্রমণের সুযোগ appeared first on Sangbad Pratidin.