সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম কি আর যুদ্ধের বাদা মানে? সেই কথাই আবার প্রমান হয়ে গেল রাশিয়ায়। যুদ্ধের ভয়াবহতা এবং চাপের মুখে থাকা রাশিয়ার অর্থনীতি নিয়ে প্রশ্নের মধ্যেই, বাড়ছে রাশিয়ায় থাকার খরচ। এই অবস্থায় ভ্লাদিমির পুতিনের বছরের শেষের ম্যারাথন সাংবাদিক সম্মেলন থামিয়ে বান্ধবীকে প্রেমের প্রস্তাব এক সাংবাদিকের।
পুতিনের সাংবাদিক সম্মেলনে এক অপ্রত্যাশিত মোড়। সম্মেলন চলাকালীন পুতিনের সামনেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন এক সাংবাদিক। জানা গিয়েছে, পুতিনের বর্ষ শেষের সাংবাদিক সম্মেলন চলছিল। যুদ্ধ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছিল সেই সম্মেলনে। সেই সময় ২৩ বছর বয়সী তরুণ সাংবাদিক কিরিল বাজানভ এই ঘটনা ঘটান।
পুতিনের সামনেই লাইভ ক্যামেরায় তিনি একটি প্ল্যাকার্ড তুলে ধরেন। সেখানে লেখা ছিল, 'আমি বিয়ে করতে চাই'। এর পরেই প্রেমিকার উদ্দেশ্য তিনি বলেন, 'আমি জানি আমার প্রেমিকা এই অনুষ্ঠান দেখছে। ওলগা, তুমি কি আমাকে বিয়ে করবে?' প্ল্যাকার্ড দেখে হল ভর্তি সাংবাদিকরা হাততালি দিয়ে অঠেন। হাসিতে ফেটে পরেন সকলেই। এই নির্ভেজাল মজায় যোগ দেন পুতিন নিজেও।
যদিও, এইসবের মাঝে নিজের কর্তব্য ভুলে যাননি বাজানভ। পরে তাঁর নির্ধারিত প্রশ্নে ফিরে এসে, পুতিনকে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং উচ্চ মর্টগেজ পরিশোধের বোঝা সম্পর্কে প্রশ্ন করেন। তিনি নিজের প্রশ্ন ব্যাখ্যা করতে গিয়ে জানান, তিনি এবং তাঁর সঙ্গী গত আট বছর ধরে সম্পর্কে রয়েছেন। কিন্তু একসঙ্গে মিলে একটি পরিবার শুরু করার সামর্থ্য তাঁর নেই।
যদিও পুরো ঘটনা এখানেই শেষ হয়নি। একঘণ্টা পরেই ফের এই প্রসঙ্গে ফিরে আসেন অনুষ্ঠানের সঞ্চালক। অন্য প্রসঙ্গ থামিয়ে তিনি বলেন, "আমরা ব্রেকিং নিউজ পাচ্ছি। আমাদের মধ্যে যারা এখানে আছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। TASS রিপোর্ট করছে যে কিরিল বাজানভের বান্ধবী তার প্রস্তাবে রাজি হয়েছেন।" বাজানভের দিকে তাকিএ সঞ্চালক নিশ্চিত করেন, 'ওলগা তোমায় বিয়ে করবে।' ফের একবার হাততালিতে ফেটে পরে হল। যোগ দেন পুতিনও।
যদিও, কিরিলের বিয়ের অনুষ্ঠানের নেমন্তন্ন ফিরিয়ে দিয়েছেন পুতিন। কিন্তু, নিজের প্রশ্ন ভুলে না গিয়ে মজার ছলেই তিনি বলেন, 'কিরিল নতুন পরিবারের জন্য আর্থিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করছিল। আর এটা ঠিক, একজন পুরুষের উপার্জনক্ষম হওয়া উচিত। এখন আমরা টুপি ঘুরিয়ে অন্তত বিয়ের জন্য যথেষ্ট পরিমাণে টাকা সংগ্রহ করব।'
