shono
Advertisement

Breaking News

মাসের শেষে অ্যাকাউন্টে ২৬ লক্ষ! হতবাক রাজধানী এক্সপ্রেসের চালক

কীভাবে সম্ভব? The post মাসের শেষে অ্যাকাউন্টে ২৬ লক্ষ! হতবাক রাজধানী এক্সপ্রেসের চালক appeared first on Sangbad Pratidin.
Posted: 06:35 PM Jul 05, 2018Updated: 07:05 PM Jul 05, 2018

সুব্রত বিশ্বাস: রেলকর্মীদের বেতন ঈর্ষার করার মতোই৷ তবে মাস গেলে সবচেয়ে বেশি টাকা পান চালক ও গার্ডেরা৷ কিন্তু, তা বলে ২৬ লক্ষ! শুনতে অবাক লাগলেও, অত টাকাই বেতন পেয়েছেন রাজধানী এক্সপ্রেসের এক চালক৷ তিনি রাজস্থানের কোটা ডিভিশনে কর্মরত৷ বেতন বিভ্রাটে রেলের গাফিলতিকে দায়ী করছেন কর্মীদের একাংশই৷

Advertisement

[শিশু বিক্রিতে এবার নাম জড়াল মিশনারিজ অফ চ্যারিটিরও]

ঘটনাটি ঠিক কী?  রাজস্থানের কোটা ডিভিশনের ট্রেন চালকের পদ চাকরি করেন প্রহ্লাদকুমার মীনা৷ রাজধানী এক্সপ্রেস চালান তিনি৷ ওই রেলকর্মীর দাবি, জুন মাসের বেতন ও ভাতা-বাবদ তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ২৬ লক্ষ ৪ হাজার ৬০৯ টাকা! মোবাইলে মেসেজও পেয়েছেন তিনি৷ এত টাকা কেন জমা পড়ল?  প্রথমটায় বেশ অবাক হয়েছিলেন প্রহ্লাদকুমার মীনা৷ ভেবেছিলেন, হয়তো ব্যাংকের ভুল৷ কারণ ভাতা-সহ তাঁর  বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা।

তড়িঘড়ি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট থেকে কিছুটা টাকা তুলেও ফেলেন প্রহ্লাদকুমার৷ তাঁর দাবি, টাকা তোলার পরেও অ্যাকাউন্টে জমা ছিল ২৬ লক্ষ টাকা৷ এরপরই গোটা বিষয়টি রাজস্থানের কোটা ডিভিশনের পে বিভাগে জানান রাজধানী এক্সপ্রেসের ওই চালক৷ শোরগোল পড়ে যায়৷ ঘটনাটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কোটার সিনিয়র ডিভিশনাল অ্যাকাউন্টস ম্যানেজার এম কে জৈন। তবে কারণ যাই হোক না কেন, এই ঘটনাকে রেলের চরম গাফিলতি বলে মনে করছেন কর্মীদের একাংশ৷

[গ্রেপ্তারি এড়াতে বিবস্ত্র হলেন দুই মহিলা চোর, তারপর…]

The post মাসের শেষে অ্যাকাউন্টে ২৬ লক্ষ! হতবাক রাজধানী এক্সপ্রেসের চালক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement