সুব্রত বিশ্বাস: ট্রেনের সামনে সন্তানকে নিয়ে মরণ ঝাঁপ মায়ের! মর্মান্তিক ঘটনাটি ঘটে বুধবার রাতে। হাসনাবাদ-টাকির মাঝের রেল লাইন থেকে দুজনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার নাম সালমা খাতুন গাজি (৩২)। শিশু কন্যটির নাম সুমাইয়া (৭)। হাসনাবাদ থানা এলাকার বাসিন্দা। রাত আটটার সময় এই ঘটনার পর বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। আত্মহত্যা না কি দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: রাজ্যে আরও ৩ খুদের মৃত্যু, জ্বর-শ্বাসকষ্টে মৃতের সংখ্যা বেড়ে ৫০ ছুঁইছুঁই]
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিয়ালদহ-হাসনাবাদ শাখার টাকি রোড স্টেশনে ট্রেন এসে ধাক্কা মারে নাবালিকা ও তাঁর মা-কে। ঘটনাস্থলেই মৃ্ত্যু হল দু’জনের। স্থানীয় সূত্রে খবর, হাসনাবাদ-শিয়ালদহ ডাউন লোকাল বুধবার রাত্রিবেলা টাকি রোড স্টেশনে ঢুকছিল। সেই সময় লাইন পার হচ্ছিলেন বছর বত্রিশের ওই গৃহবধূ ও তাঁর ৭ বছরের শিশু কন্যা। সেই সময় ট্রেনটি এসে সজোরে ট্রেন ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জনের।
তবে লাইন থেকে সরার সুযোগ পেলেও সরেননি ওই মহিলা। তাই এটা আত্মহত্যার কিনা খতিয়ে দেখছে পুলিশ। বারাসতের জিআরপি গিয়ে তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত রেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।