সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রী সুরক্ষায় জোর দিচ্ছে রেল। দুর্ঘটনা এড়াতে রেল লাইন ইন্টার লকিংয়ের কাজ চলছে জোরকদমে। আর এই কাজের জন্য দূরপাল্লার বেশকিছু ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। যার জেরে বিপাকে পড়তে পারেন যাত্রীরা।
Advertisement
দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের হিজলি স্টেশনে থার্ড লাইনের জন্য চলছে ইন্টার লকিংয়ের কাজ। তাই আজ অর্থাৎ ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বেশকিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই পুরী ও দক্ষিণ ভারতগামী ট্রেন।
[আরও পড়ুন: ফের মদ্যপ চালকের তাণ্ডব, রেললাইনে ঢুকে পড়ল গাড়ি, বালিগঞ্জে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা]
এক ঝলকে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা।
- ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকছে আপ ও ডাউন শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।
- ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল রয়েছে আপ ও ডাউন হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস।
- ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল আপ শালিমার-পুরী এক্সপ্রেস।
- ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি বাতিল ডাউন পুরী-শালিমার এক্সপ্রেস।
- ১, ২ ও ৪ ফেব্রুয়ারি বাতিল থাকছে আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস।
[আরও পড়ুন: সন্ত্রাস দমনে বড় সাফল্য, কাশ্মীরে খতম জইশ কমান্ডার-সহ ৫ জেহাদি]
- ৩১ জানুয়ারি, ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল ডাউন ফলকনুমা এক্সপ্রেস।
- ১-৪ ফেব্রুয়ারি বাতিল আপ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস।
- ৩১ জানুয়ারি- ৩ ফেব্রুয়ারি বাতিল ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস।
- ১ ও ৫ ফেব্রুয়ারি বাতিল আপ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস।
- ৩১ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি ডাউন যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল।
স্বাভাবিকভাবে যারা এই ট্রেনগুলিতে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন, বিপাকে পড়লেন তাঁরা। তাই বাড়ি থেকে বরনোর আগে এই তালিকায় অবশ্যই চোখ বুলিয়ে নেবেন।