shono
Advertisement

কমেছে বহন ক্ষমতা, শিয়ালদহ উড়ালপুল থেকে ট্রাম লাইন তোলার প্রস্তাব বিশেষজ্ঞদের

তুলতে হবে পুরনো পলেস্তারার আস্তরণও, নবান্নে রিপোর্ট জমা দিলেন কেএমডিএ-র বিশেষজ্ঞরা৷ The post কমেছে বহন ক্ষমতা, শিয়ালদহ উড়ালপুল থেকে ট্রাম লাইন তোলার প্রস্তাব বিশেষজ্ঞদের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:08 PM Sep 11, 2019Updated: 05:09 PM Sep 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভার বহনের ক্ষমতা কমেছে বিদ্যাপতি সেতু বা শিয়ালদহ উড়ালপুলের৷ তাই ভার কমাতে তুলে ফেলতে হবে ট্রাম লাইন ও পুরনো পলেস্তারা৷ শিয়ালদহ উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার পর, নবান্নে এমনই রিপোর্ট পেশ করল কেএমডিএ-র বিশেষজ্ঞ কমিটি৷

Advertisement

[ আরও পড়ুন: নারদ কাণ্ডে ‘ভয়েস স্যাম্পল’ দিতে সিবিআই দপ্তরে গেলেন শোভন চট্টোপাধ্যায় ]

সূত্রের খবর, রিপোর্টে উড়ালপুলের স্বাস্থ্যের বিষয়ে গভীর আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ স্পষ্ট জানান হয়েছে, বয়সের কারণে এমনকীতেই কমজোর হয়েছে উড়ালপুল৷উপরন্ত এর উপর দিয়ে চলাচল করে ভারী যান৷ এবং রয়েছে ট্রাম লাইন৷ উড়ালপুলকে রক্ষা করতে গেলে ভারী যান নিয়ন্ত্রণের পাশাপাশি, তুলে ফলতে হবে ট্রাম লাইনও৷ এছাড়া ওই রিপোর্টে বলা হয়েছে. উড়ালপুলের উপর পলেস্তারার যে আস্তরণ রয়েছে, তাও তুলে ফলতে হবে৷ কারণ, তারজন্যও ভার বাড়ছে উড়ালপুলের৷ এর বদলে উড়ালপুলের উপর দিতে হবে আধুনিক পলেস্তরার আস্তরণ৷

[ আরও পড়ুন: বিজেপির সিইএসসি ভবন অভিযান ঘিরে রণক্ষেত্র সেন্ট্রাল অ্যাভিনিউ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ]

উল্লেখ্য, গত ১৫ আগস্ট থেকে ১৭ আগস্ট স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় মেরামতির জন্য তিনদিন বন্ধ ছিল বিদ্যাপতি সেতু বা শিয়ালদহ উড়ালপুল৷ উত্তর এবং মধ্য কলকাতা সংযোগকারী এই গুরুত্বপূর্ণ উড়ালপুল বন্ধ থাকায় তীব্র যানজটে তৈরি হয়৷ নাকাল হন নিত্যযাত্রীরা। যানজট মোকাবিলা করার জন্য শিয়ালদহ সংলগ্ন অন্যান্য রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই খবর কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে।

The post কমেছে বহন ক্ষমতা, শিয়ালদহ উড়ালপুল থেকে ট্রাম লাইন তোলার প্রস্তাব বিশেষজ্ঞদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার