shono
Advertisement

বাংলাদেশ নির্বাচন: ভোট ‘শান্তিপূর্ণ, অবাধ’, ‘সার্টিফিকেট’ মার্কিন কংগ্রেসের প্রাক্তন সদস্য

নিজের আসনে প্রায় আড়াই লক্ষ ভোটে জয়ী শেখ হাসিনা।
Posted: 08:44 AM Jan 07, 2024Updated: 10:59 PM Jan 07, 2024

সন্ত্রাসের আবহেও বাংলাদেশে গণতন্ত্রের উৎসবে শামিল হলেন সকলে। রবিবার বাংলাদেশে  সম্পন্ন হল দ্বাদশ সাধারণ নির্বাচন। ভোটগ্রহণের পাশাপাশি গণনাও হল এদিন। বিরোধী বিএনপি ভোট বয়কট করে হরতাল ডেকেছে।   প্রায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরছে আওয়ামি লিগ। ইতিমধ্যেই দলের সভাপতি শেখ হাসিনা বিপুল ভোটে জিতেছেন, ফের প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন। জিতেছেন সেলিব্রিটি প্রার্থী শাকিব, মাশরফি, ফিরদৌসও। তবে বেশ কিছু আসনে  নির্দল প্রার্থীদের কাছে হেরেছে আওয়ামি লিগ। 

Advertisement

রাত ১০.২১: বাংলাদেশের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য মার্কিন কংগ্রেসের প্রাক্তন সদস্য জিম বেটসের। তিনি বলেন, ‘‘আমি যেটি দেখেছি, সেটি হচ্ছে নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠ হয়েছে। বাংলাদেশে ভোট গ্রহণের সময় পৃথিবীতে সবচেয়ে কম। পৃথিবীর অন্য কোনও দেশে আট ঘণ্টা ভোট হয় না।’’

রাত ৯.৫২: হারের পথে সেলিব্রিটি প্রার্থী মাহিয়া মাহি ও হিরো আলম। জয়ী তারকা অভিনেতা ফিরদৌস, ক্রিকেটার মাশরফি মোর্তাজা।

রাত ৯.৪৫: উলটপুরাণ ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে। বর্তমান সাংসদ ফারহাদ হোসেনকে হারিয়ে জয়ী বিএনপি-র বহিষ্কৃত প্রার্থী এ কে একরামুজ্জামান। 

রাত ৮.৪৯: প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে দারুণ সাফল্য। মাগুরা-১ কেন্দ্র থেকে ৭৮৮৬৫ ভোটে জিতলেন বাংলাদেশের ক্রিকেট দলের অধিনায়ক শাকিব-আল-হাসান। বললেন, ”মাগুরার উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।”

আওয়ামি লিগ প্রার্থী শাকিব আল হাসান

রাত ৮.৩০: আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ”বিএনপির ভোট বর্জনের ডাক কেউ গ্রাহ্য করেনি। বিএনপিকেই জনগণ বর্জন করেছে। তারা (বিএনপি) নির্বাচন প্রতিহত করতে চেয়েছে। কিন্তু ব্যালটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।” ঢাকার তেজগাঁওয়ে সাংবাদিক সম্মেলনে একথা বলেন কাদের।

সন্ধে ৭.৪২: টুঙ্গিপাড়া-কোটালিপাড়া কেন্দ্র থেকে জয়ী শেখ হাসিনা। ভোটের ব্যবধান ২ লক্ষ ৪৯ হাজার ৯৬২। নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আবুল কালামকে হারালেন তিনি। চতুর্থবার প্রধানমন্ত্রী হতে চলেছে মুজিবকন্য়া।

সন্ধে ৭.১২: জোরকদমে চলছে ভোটগণনা। বিভিন্ন কেন্দ্রে এগিয়ে আওয়ামি লিগের প্রার্থীরা। এগিয়ে কয়েকজন নির্দল প্রার্থীও। 

সন্ধে ৬.৩০: ভোট চলাকালীন বাংলাদেশের টাঙ্গাইল জেলার ভূঞাপুরে নির্বাচন পর্যবেক্ষণ করলেন ভারতের পর্যবেক্ষক দলের প্রধান ধর্মেন্দ্র শর্মা। তিনি ভারতের নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার। রবিবার টাঙ্গাইল-২ আসনের ভুঞাপুর উপজেলার ভুঞাপুর সরকারি প্রাথমিক বিদ্যারলয়-সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন তিনি।  ভোটকক্ষে প্রবেশ করে ভোটের বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং প্রিসাইডিং আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

বিকেল ৫.৫০: বিকেল ৪টে পর্যন্ত বাংলাদেশে ভোটদানের হার ৪০ শতাংশ। প্রধান নির্বাচন কমিশনারের মতে, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক। কোথাও কোনও নেতিবাচক ঘটনার খবর পাওয়ামাত্রই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিকেল ৫.৩৪: ভোটের দিনেই ফের বড়সড় নাশকতা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। ভয়াবহ আগুন পুড়ল কয়েক হাজার ঘর।দমকল বাহিনীর ৮টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এটা নাশকতার আগুন বলে সাধারণ রোহিঙ্গারা সন্দেহ করছেন।

উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শিবিরে আগুন, পুড়ল কয়েক হাজার ঘর।

দুপুর ৪.৩০: চট্টগ্রামের বাঁশখালী থানায় এসে ওসি তোফায়েল আহমেদকে ধমক। এই অভিযোগে, প্রার্থী পদ বাতিল হল আওয়ামি লিগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর। নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গির আলম এই বিষয়ে সাংবাদিকদের জানান, “ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তাঁর প্রার্থী পদ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।” গত বছরের মে মাসে পিস্তল হাতে মিছিল করেছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মিছিলে তাঁকে পিস্তল হাতে দেখা যায়। সেসময় পিস্তল হাতে মিছিল করার জন্য সমালোচিত হয়েছিলেন তিনি।         

দুপুর ৪.২০: বিদেশি পর্যবেক্ষকদের মূল্যায়নে অস্বস্তি বাড়ল ভোট বর্জনকারী বিএনপির।  আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, রাষ্ট্রসংঘ-সহ পশ্চিমাদেশের অভিযোগ ধোপে টিকল না। স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে উল্লেখ করলেন তিন বিদেশি পর্যবেক্ষক। আজ রবিবার রাজধানী ঢাকার দারুস সালাম এলাকায় অবস্থিত বাংলাদেশ কোরিয়া কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে ভোট পরিদর্শন শেষে ভোটের পরিস্থিতি এভাবে মূল্যায়ন করেন তিন বিদেশি পর্যবেক্ষক। এসময় ডেপুটি হেড অফ মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, “ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে যাচ্ছে। সবকিছু ভালো মনে হয়েছে। আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি, সেগুলোতে কোনও অনিয়ম চোখে পড়েনি।”     

দুপুর ৪.১০: শুরু হয়েছে ভোটগণনা পর্ব। আওয়ামি লিগ, জাতীয় পার্টি-সহ ২৮টি রাজনৈতিক দল এইবারের ভোটে অংশ নিয়েছে। আমেরিকা, আয়ারল্যান্ড ও জার্মানির ভোট পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়ায় তারা খুশি। ফলে গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে হাসিনা সরকারের চাপ কিছুটা লাঘব হতে চলেছে বলেই মিলছে ইঙ্গিত।   

ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলছে গণনা 

দুপুর ৪.০০: বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হল বাংলাদেশে ভোটগ্রহণ। রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলে ভোটদান প্রক্রিয়া। এই সময় নানা জায়গা থেকে সংঘর্ষের খবর মেলে।       

দুপুর ৩.৪০: নির্বাচনের অনিয়মের অভিযোগে সারা দেশে এদিন নির্বাচন বর্জন করেছেন ১৪ প্রার্থী। এদের মধ্য নির্দল-সহ অন্য দলের প্রার্থীরাও আছেন।    

দুপুর ৩.৩০: বেলা ৩টা পর্যন্ত ভোটদানের হার ২৬.৩৭ শতাংশ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ঢাকায় ২৫, চট্টগ্রামে ২৭, খুলনায় ৩২, সিলেটে ২২, ময়মনসিংহে ২৯, রাজশাহীতে ২৬, রংপুরে ২৬ ও বরিশালে ৩১ শতাংশ ভোট পড়েছে।

দুপুর ৩. ২০: নির্বাচন কমিশনের সূত্র জানিয়েছে, ভোটকেন্দ্রগুলোতে আওয়ামি লিগ ছাড়া অন্য কোনও দলের এজেন্ট ছিল না।      

দুপুর ২.৪৫: নির্বাচন কমিশন জানিয়েছে, রবিবার বেলা ২টা ৪০ মিনিট পর্যন্ত হিসাবে দেখা গিয়েছে, বেশি ভোট পড়েছে খুলনা বিভাগে, কম সিলেটে।      

দুপুর ১.২০: রাজধানীর হাজারীবাগে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ, শিশু-সহ আহত ৩। 

দুপুর ১.১০: দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে বেলা ১২.১০ মিনিট পর্যন্ত গড়ে সাড়ে ১৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মহম্মদ জাহাঙ্গির আলম। তিনি জানান, ঢাকা বিভাগের আসনগুলোতে দুপুর ১২.১০ মিনিট পর্যন্ত ১৭ শতাংশ ভোট পড়েছে। চট্টগ্রাম বিভাগে ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ, বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ, রাজশাহীতে ১৭ শতাংশ ও ময়মনসিংহে ২০ শতাংশ ভোট পড়ে।

দুপুর ১.০২: ভোট দিলেন অভিনেতা ফিরদৌস। ঢাকা-১০ (ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট ও কলাবাগান নিয়ে গঠিত) আসনের আওয়ামি লিগ প্রার্থী তথা অভিনেতা ফিরদৌস আহমেদ রাজধানীর মীরপুরের ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট দিচ্ছেন অভিনেতা ফিরদৌস

দুপুর ১২.৪২: বেলা বাড়তেই বাড়ছে হিংসার ঘটনা। শেষ পাওয়া খবর মোতাবেক চট্টগ্রাম-১০ আসনের খুলশির পাহাড়তলি ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। তাঁদের নাম শান্ত বড়ুয়া (৩০) ও মহম্মদ জামাল (৩২)। 

দুপুর ১২.২৪: হাসিনা সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। তিনি বলেন, “বিরোধীশূন্য নির্বাচনেও কারচুপি করছে আওয়ামি লিগ। বলে রাখা ভালো, বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতি মামলায় জেল খাটছেন। তাঁর ছেলে তারেক জিয়াও পলাতক। বর্তমানে লন্ডনে রয়েছেন তিনি বলে খবর।     

সকাল ১১.৩০: শিল্পমন্ত্রী ছেলে দিলেন জাল ভোট! উঠছে অভিযোগ। কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন। ঘটনা নরসিংদি-৪ আসনের একটি পুলিং বুথের। অভিযোগ, শিল্পমন্ত্রী নুরুল মাজিদ হুমায়ূনের ছেলে মঞ্জুরুল মজিদ দলবল নিয়ে প্রবেশ করেন। ১২টি ব্যালট পেপার ছিনিয়ে নেন।  

সকাল ১১.১৩: নির্বাচনী হিংসা ঝরল রক্ত। ঘটনাস্থল মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসন। ভোটকেন্দ্রর পাশেই আওয়ামি লিগের প্রার্থী মৃণালকান্তি দাসের এক সমর্থককে কুপিয়ে খুন। সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার মহম্মদ আসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মহম্মদ জিল্লুর রহমান মিরকাদিম পৌর শ্রমিক লিগের সহসভাপতি। মুনসিগঞ্জ-৩ আসনে কাঁচি প্রতীকের নির্দল প্রার্থী মহম্মদ ফয়সালের সমর্থকেরা হামলা চালিয়ে তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের।

সকাল ১০. ৪৭: ভোট চলার মধ্যেই ঢাকার প্রেস ক্লাবের সামনে বিরোধীদের ভোট বয়কটের মিছিল। আগুন জ্বালিয়ে বিক্ষোভ বিএনপি-জামাত কর্মীদের। তবে চলছে ভোটগ্রহণও।   

সকাল ১০. ০৬: দেশজুড়ে চলছে বিএনপি ও জামাতের হরতাল। চট্টগ্রামে বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ পুলিশের।   

ঢাকা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ বিরোধীদের

সকাল ৯.৪৮: সন্ত্রাসের ছায়ায় নির্বাচন বাংলাদেশে। বুথমুখো হচ্ছে না ভোটারদের বড় অংশ। ভোট শুরুর পর ঢাকা-৫ আসনের একটি কেন্দ্রে আধঘণ্টায় পৌনে ২ শতাংশ ভোট পড়েছে। রাজধানীর যাত্রাবাড়ীতে সিটি করপোরেশন আদর্শ উচ্চবিদ্যালয়ের ওই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৪৮ জন।   

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে মিরপুর উপজেলার শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে ৫০ মিনিট পেরিয়ে গেলও একটি ভোট পড়েনি। ওই বুথে মোট ভোটার ৪৩০ জন। খুলনা-২ আসনের (সদর-সোনাডাঙ্গা) নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রের দুটি বুথে শুরুর পৌনে এক ঘণ্টায় কোনো ভোট পড়েনি।

সকাল ৯.২০: গ্রাউন্ড জিরো থেকে পাওয়া তথ্য মোতাবেক শুরুর দিকে রাজধানী ঢাকার ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের সংখ্যা ছিল নামমাত্র। বলে রাখা ভালো, ঢাকা-১০ আসনে রেজিস্টার্ড ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৩ হাজার ৭৪৪ জন। এই বিষয়ে বাংলাদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক কাজি হাবিবুল আওয়াল বলেন, “আমাদের কাজ নির্বাচন করানো। প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করা। ভোটাররা ভোট দেবেন কি না, সেটা তাঁদের ব্যাপার।”

নির্বাচন কমিশনার মহম্মদ আনিসুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পড়তে পারে। রবিবার সকালে রাজধানীর সিটি কলেজে নিজের ভোট দিয়ে এ কথা বলেন তিনি। কেন্দ্রটি পড়েছে ঢাকা-১০ আসনের মধ্যে।       

সকাল ৯.০০: ভোট দিলেন বাংলাদেশের ক্রিকেট ক্যাপটেন তথা আওয়ামি লিগ প্রার্থী শাকিব আল হাসান।

আওয়ামি লিগ প্রার্থী  সাকিব আল হাসান

এদিন মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। মাগুরা-১ আসন থেকে নির্বাচন লড়ছেন তিনি।

সকাল ৮.১০: রাজধানী ঢাকার সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনা। তাঁর সঙ্গে ছিলেন ঢাকা-১০ আসনের প্রার্থী চিত্রনায়ক ফিরদৌস আহমেদ। সিটি কলেজ কেন্দ্রটি ঢাকা-১০ আসনের মধ্যে। হাসিনার সঙ্গে তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও তাঁর ছেলে রাদওয়ান মুজিবও ছিলেন।

ঢাকার সিটি কলেজ কেন্দ্রে হাসিনা

ভোট দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “জনগণের ওপর আমার বিশ্বাস আছে। আওয়ামি লিগের প্রতীক নৌকার জয় হবে। বিএনপি একটা সন্ত্রাসী দল। তাদের হরতালের তালে বাংলাদেশের জনগণ নাচে না। আমরা যে ভোট সুষ্ঠুভাবে করতে পারছি, সে জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

চলছে ভোটগ্রহণ

সকাল ৬.০০: প্রচার শেষ হওয়ার পর রাত থেকেই টানা ৪৮ ঘণ্টা হরতালের সঙ্গে ভোটের বিরোধিতা করা বিএনপি ও জামাত জোট বোমা-অগ্নিসংযোগের হামলা চালিয়ে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যা নামার পর থেকেই সন্ত্রাসী হামলা শুরু করেছে মৌলবাদী শক্তি। বাংলাদেশ দমকল সূত্রে খবর, মাত্র ১৬ ঘণ্টায় ৮ শিক্ষাপ্রতিষ্ঠান, কক্সবাজারের এক বৌদ্ধ মন্দির ও ৬ যানবাহনে আগুন দিয়েছে ভোট বিরোধী দুষ্কৃতীরা।

নয় জেলার সুনামগঞ্জ, হবিগঞ্জ, টাঙ্গাইল, শরিয়তপুর ও চট্টগ্রামে একটি করে এবং গাজিপুর, ময়মনসিংহ, খুলনা ও বরগুনায় দুটি করে ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের ঘটনায় চলন্ত ট্রেনে আগুন দেওয়ায় পাঁচজনের মৃত্যু হয়। ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা নবিউল্লাহ নবি-সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হরতালের মধ্যেই সকাল থেকে বিএনপি-জামাত ছাড়াও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মতো বিরোধী দল ভোট বয়কটের সমর্থনে মিছিল ও অবরোধ করছে। উল্টোদিকে শাসক আওয়ামি লিগ নেতা-কর্মীরা রবিবার ভোটারদের বুথে আনার লক্ষ্যে যাবতীয় বিবাদ-বির্তক এড়িয়ে জয়ের সার্টিফিকেট পাওয়ার জন‌্য প্রহর গুনছেন। নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল থেকে শুরু করে একাধিক বিদেশি নামী পত্রিকা লিখেছে, বিএনপির দুর্বলতার কারণেই টানা চতুর্থবার নিশ্চিত ক্ষমতায় ফিরছেন শেখ হাসিনা। বস্তুত, ভোটের আগের দিন পরবর্তীতে শেখ হাসিনা কাদের মন্ত্রিসভায় নেবেন তা নিয়েই ঢাকায় জোর জল্পনা চলেছে।

ভোটগ্রহণ কেন্দ্রে ভোটার আনার চ্যালেঞ্জ ও উৎকণ্ঠার মধ্যেই যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনে হিংসা কতটা হবে, আওয়ামি লিগের সরকারি প্রার্থী ও নির্দল (ডামি) প্রার্থীদের মধ্যে ক্ষমতা দখল করতে গিয়ে একই দলের কত কর্মী মারা যাবেন সেই জল্পনার ছাপিয়ে মধ্যে বাংলাদেশ জুড়ে প্রশ্ন একটাই, কত শতাংশ মানুষ বুথে গিয়ে সত্যিকারের ভোট দেবেন? ২৯৯টি সংসদীয় ক্ষেত্রের এক চতুর্থাংশ কেন্দ্র ‘উত্তেজনাপ্রবণ’ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে ‘অতি উত্তেজনাপ্রবণ’ হিসেবে চিহ্নিত ৫৩টি সংসদীয় আসন। দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি হিসেবে ৩০ দেশের ১১৭ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছেন। 

[আরও পড়ুন: বাবার শেষকৃত্য সেরে ফেরার পথে বেনাপোল এক্সপ্রেসে পুড়ে মৃত্যু ২ শিশু-সহ মেয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement