shono
Advertisement
Hidden Beaches

মনোরম পরিবেশে অলস দিন যাপনের ইচ্ছে? নতুন বছরে গন্তব্য হোক এই ৫ অফবিট সমুদ্রসৈকত

জেনে নিন কোন পাঁচ অফবিট সমুদ্রসৈকত রয়েছে এই তালিকায়?
Published By: Arani BhattacharyaPosted: 08:16 PM Dec 31, 2025Updated: 08:16 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও জায়গায় বেড়াতে গিয়ে তার আনাচকানাচ ঘুরে এক্সপ্লোর করার পাশাপাশি নির্জনে সময় কাটাতে চাওয়া পর্যটকের সংখ্যাও নেহাত কম না। কর্মব্যস্ত জীবন থেকে কয়েকদিনের ছুটি কাটাতে গিয়ে নিজেকে সময় দেওয়া, একান্তে দিন কাটানোর মতো বিষয়টি একেবারেই এড়িয়ে যাওয়া যায় না। মনোরম পরিবেশে যদি অলস দিন যাপনের ইচ্ছে থাকে তাহলে নতুন বছরে গন্তব্য হোক এই পাঁচ অফবিট সমুদ্রসৈকত। 

Advertisement

গোয়ার বাটারফ্লাই বিচ রয়েছে এই তালিকায়। এখানে নির্জন সমুদ্রের পাড়ে বসে একান্তে সময় কাটাতে পারবেন আপনি। যদি সঙ্গে থাকে প্রিয়জন তাহলে তো কথাই নেই। গোয়ার এই সমুদ্রের তীতে তুলনামূলকভাবে কম ভিড় থাকে।

এরপর রয়েছে উড়িষ্যার চাঁদিপুর সমুদ্রসৈকত, কম খরচে অনায়াসেই এখানে যেতে পারবেন আপনি। এই সমুদ্রসৈকতে ভাঁটা থাকাকালীন সমুদ্রের এক অন্যরূপ দেখা যায়। সূর্যের আলোর খেলা আর তার সঙ্গে এক শান্তস্নিগ্ধ পরিবেশে এই চাঁদিপুরের সমুদ্রের এক আলাদা রূপ। সমুদ্রপাড়ে একান্তে সময় কাটানোর জন্য এটি একটি সঠিক জায়গা।

লাক্ষাদ্বীপের মিনিকয় সমুদ্রসৈকতেও যেতে পারেন। লাক্ষাদ্বীপের অপরূপ সৌন্দর্য এমনিতেই মন ভালো করে দেয়। সেখানে লাক্ষাদ্বীপের এই সমুদ্রসৈকতে এলে নিজেকে সময় দেওয়া থেকে অলস সময় কাটানো এবং প্রকৃতির রূপ উপভোগ করার মতো বিষয় আপনি দারুণ উপভোগ করতে পারবেন।

দক্ষিণ ভারতের গোকর্ণের কাছে অবস্থিত ওম সমুদ্রসৈকতও রয়েছে এই তালিকায়। এই সমুদ্রতীরে পর্যটকের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হলেও আপনার নিজের মতো করে সময় কাটানোর ক্ষেত্রে তা কখনওই অন্তরায় হয়ে দাঁড়াবে না। চাইলে সমুদ্রের পাড়ের শ্যাকে বসে মুখরোচক খাবার খেয়ে, আড্ডা দিয়েও সময় কাটাতে পারেন আপনি অনায়াসে।

দক্ষিণ ভারতের এরকম আরও একটি সমুদ্রসৈকতের তালিকায় রয়েছে পেরুমাথুরা। কেরালায় অবস্থিত। তিরুঅনন্তপুরমে অবস্থিত এই সৈকতের সৌন্দর্য এককথায় অপরূপ। একটা অলস দিন কাটানোর জন্য এই সমুদ্রসৈকত এককথায় অনবদ্য।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোয়ার বাটারফ্লাই বিচ রয়েছে এই তালিকায়। এখানে নির্জন সমুদ্রের পাড়ে বসে একান্তে সময় কাটাতে পারবেন আপনি।
  • দক্ষিণ ভারতের এরকম আরও একটি সমুদ্রসৈকতের তালিকায় রয়েছে পেরুমাথুরা। কেরালায় অবস্থিত।
  • তিরুঅনন্তপুরমে অবস্থিত এই সৈকতের সৌন্দর্য এককথায় অপরূপ।
Advertisement