shono
Advertisement

Breaking News

Mawlynnong

বিশেষ দিনে পর্যটকদের জন্য বন্ধ এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম! মেঘালয়ে বেড়াতে গেলে খেয়াল রাখুন

'ঈশ্বরের নিজস্ব বাগান' বলা হয় মাওলিনংকে। সারা বছর ধরেই পর্যটকরা আসেন এই গ্রামে।
Published By: Biswadip DeyPosted: 07:23 PM Jan 30, 2026Updated: 07:24 PM Jan 30, 2026

মেঘালয়ে যাচ্ছেন? গেলে নিশ্চয়ই আপনার 'চেক লিস্টে' রয়েছে মাওলিনং! আর তা যদি হয় তবে খেয়াল রাখুন এখন থেকে কিন্তু প্রতি রবিবার পর্যটকদের জন্য বন্ধ থাকবে গ্রামটি। এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে পরিচিত মাওলিনং। কাজেই এই গ্রামে যাওয়ার কথা সকলেরই মাথায় থাকে। কিন্তু নয়া নিয়মে সতর্ক না থাকলেই বাড়বে সমস্যা।

Advertisement

গ্রামের দরবার শ্নং তথা গ্রাম পরিষদের তরফে এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, সপ্তাহের ছ'দিন অর্থাৎ সোম থেকে শনি তা পর্যটকদের জন্য খোলা থাকবে। কিন্তু রবিবার তা পুরোপুরি বন্ধ থাকবে। রেস্তরাঁ, দোকানপাট তো বটেই এমনকী, পর্যটকদের জন্য বন্ধ থাকবে শৌচাগারও। আসলে ওইদিন গ্রামের অধিকাংশ বাসিন্দা গির্জায় যান ধর্মীয় প্রার্থনায় অংশ নিতে। দিনের একটা বড় সময় কাটে সেখানেই। আর সেই কারণেই ওই দিন পর্যটকদের জন্য কোনও রকম পরিষেবা দেওয়া বন্ধ রাখতে হচ্ছে।

এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম হিসাবে পরিচিত মাওলিনং। কাজেই এই গ্রামে যাওয়ার কথা সকলেরই মাথায় থাকে। কিন্তু নয়া নিয়মে সতর্ক না থাকলেই বাড়বে সমস্যা।

তবে এক্ষেত্রে একটি ব্যতিক্রম কিন্তু থাকছে। ধরা যাক, কেউ আগে থেকেই বেশ কয়েকদিনের বুকিং করে রেখেছেন। আর সেই বুকিংয়ের দিনগুলির মাঝের একটি দিন রবিবার। সেক্ষেত্রে ওই পর্যটকরা পরিষেবা পাবেন। আবার রবিবার রাতে কেউ আসতে চাইলে তাঁকে স্বাগত। কিন্তু বাকিদের জন্য নৈব নৈব চ।

'ঈশ্বরের নিজস্ব বাগান' বলা হয় মাওলিনংকে। ২০০৩ সালে 'এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম'-এর তকমা পায় গ্রামটি। আর সেই সময় থেকেই পর্যটকদের ভিড় আরও বেড়েছে এখানে। চেরাপুঞ্জি সংলগ্ন এই গ্রামে ফলের বাগান, ঘন জঙ্গল ও এখানকার মনোরম পরিবেশ এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকে সকলের জন্যই। তাই মেঘালয়ে এলে শিলং থেকে গাড়িতে করে অনেকেই আসেন ঘুরতে। এবার নয়া নিয়মে আগে থেকে খবর না থাকলে সমস্যায় পড়তে হতে পারে তাঁদের।

'ঈশ্বরের নিজস্ব বাগান' বলা হয় মাওলিনংকে। ২০০৩ সালে 'এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম'-এর তকমা পায় গ্রামটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement