সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে পর্যটকদের আকর্ষণের শেষ নেই। সেই তালিকা যেন আরও লম্বা হল। প্যানোরমিক ভিউও উপভোগ করতে পারবেন আপনি। তাও আবার সূর্যাস্তের সময়। এবার হট এয়ার বেলুন রাইডের হাতছানিও থাকছে। রাজধানীর বুকে 'এয়ার সাফারি' করতে খরচও খুব বেশি নয়।
ডিডিএ বা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে এয়ার বেলুন রাইড পরিষেবা শুরু হতে চলেছে। গত মঙ্গলবার বাঁশেরা পার্কে ট্রায়াল রান হয়। সফল ট্রায়াল রানে অংশ নেন দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা। মহড়ায় অংশ নিয়ে উপরাজ্যপাল বলেন, "কঠোর নিরাপত্তা বিধি মেনে পরিষেবা চালু হতে চলেছে।"
নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ভারতে সাধারণ আবহাওয়া মনোরম থাকে। সে কারণে হট এয়ার বেলুন রাইড পরিষেবা চালুর জন্য এই সময়টিকে বেছে নেওয়া হয়েছে। আগামী ২৯ নভেম্বর, শনিবার থেকে হট এয়ার বেলুন রাইডে চড়তে পারবেন সকলে। তবে হাওয়ার বেগ বেশি থাকলে বন্ধ থাকবে রাইড।
যমুনা নদীর তীর থেকে ১২০ ফুট পর্যন্ত উচ্চতায় উঠবে হট এয়ার বেলুন। আপাতত দিল্লির সরাইকালে খানের বাঁশের পার্ক থেকে শুরু হচ্ছে পরিষেবা। বেলুনগুলি বেঁধে রাখার জন্য চারটি জায়গা বেছে নেওয়া হয়েছে। সেগুলি হল: বাঁশেরা পার্ক, অসিতা পার্ক, যমুনা স্পোর্টস কমপ্লেক্স এবং কমনওয়েলথ গেমস ভিলেজ স্পোর্টস কমপ্লেক্স। প্রতিটি বেলুনে থাকবে একটি করে ঝুড়ি। বড় ঝুড়িতে ৮-১০ জন চড়তে পারবেন। ছোট ঝুড়িতে থাকবেন পাইলট-সহ ৩-৫ জন। হট এয়ার বেলুন চড়ে আপনি দেখতে পাবেন দিল্লির প্যানোরমিক ভিউ।
অক্ষরধাম মন্দির, সিগনেচার ব্রিজ-সহ একাধিক জায়গার মনোরম দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন পর্যটকরা। প্রতিটি রাইড ৫-১০ মিনিটের। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হট এয়ার বেলুন রাইড পরিষেবা পাবেন পর্যটকরা। প্রতিটি রাইডে মাথাপিছু জিএসটি-সহ ৩ হাজার টাকা খরচ পড়বে। তাই আর অপেক্ষা কীসের, দিল্লির জায়গার পরিকল্পনা থাকলে অবশ্যই করুন 'এয়ার সাফারি'। রোমাঞ্চকর অভিজ্ঞতা যে আপনার বেড়ানোর অভিজ্ঞতায় অন্য মাত্রা যোগ করবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
