সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বর্ষবরণের পার্টি বলে কথা! ড্রিঙ্কস-র ফোয়ারা উঠবে না তা কি করে হয়? তাও আবার ট্যুরিস্ট স্পটে। তবে খানাপিনা যায় থাক না কেন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে নিউ ইয়ার ইভ কিন্তু এবার এক্কেবারে ইকো ফ্রেন্ডলি! হ্যাঁ, একেবারে পরিবেশবান্ধব নিউ ইয়ার পার্টি। জঙ্গল বিধিতে আর বন্যপ্রাণ সুরক্ষায় এমনই আয়োজন অযোধ্যা পাহাড় পর্যটন প্রকল্পগুলির। তাই রাজ্য পর্যটন বিভাগের লিজ প্রাপ্ত একটি রিসোর্টে নিউ ইয়ার ইভের থিমই হল নিয়ন! অর্থাৎ উজ্জ্বল আলোয় একেবারেই ঝলমল নয়। আবছা আলোয় বর্ষবরণের পার্টি। অযোধ্যা পাহাড় থেকে মাঠা সবকটি রিসর্টই এমন পরিবেশ বান্ধব নিউ ইয়ার ইভ। শুধু তাই নয় চলতি বছরের শেষ দিন থেকে অর্থাৎ নতুন বছরের প্রাক্কালে রাজ্য পর্যটন বিভাগের লিজ প্রাপ্ত ওই রিসর্টে খাবার তৈরির স্টাইল ও পরিবেশনও একেবারে পরিবেশবান্ধব।
স্লো কুকিং সিস্টেম অর্থাৎ কাঠের উনুনে ধিমি আঁচে রান্না। যার স্বাদ যেন মুখেই লেগে থাকে। সঙ্গে শাল পাতার থালায় খাবার পরিবেশন। একেবারে মাটির ঘ্রাণে পিকনিক স্টাইলে নিউ ইয়ার ইভ। পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, "বন ও বন্যপ্রাণ সচেতনতায় এটা ধারাবাহিক প্রচারের সুফল। তবে পরিবেশবান্ধব যাতে বজায় থাকে তার নজরদারিও কিন্তু ২৪ ঘন্টা চলছে। "
পুরুলিয়া শহরের সিটি সেন্টারে একটি চারতারা হোটেলে নিউ ইয়ার ফেস্টিভ্যালের আয়োজন বেশ কয়েক বছর ধরেই হচ্ছে। কিন্তু বর্ষবরণে অযোধ্যা পাহাড়েও সামগ্রিকভাবে পার্টি এবারেই প্রথম। কিন্তু রাত বারোটার কিছু পরেই প্যাক আপ! সবটাই জঙ্গল পর্যটনের বিধি নিষেধ মেনে। আসলে অযোধ্যা পাহাড় জুড়ে যেভাবে বনাঞ্চল বাড়ছে। বাড়ছে বন্যপ্রাণ। তাতে সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব পর্যটন না হলে আইনের বেড়াজালে আটকে যেতে পারে পর্যটন প্রকল্প। তাই বর্ষবরণ থেকে নতুন বছরে অযোধ্যা পাহাড়ের পর্যটনের স্লোগান ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম। রাজ্য পর্যটন বিভাগের লিজ প্রাপ্ত অযোধ্যা হিলটপের কচুরিরাখায় ওই রিসোর্ট-র জেনারেল ম্যানেজার সুদীপ্ত কুমার বলেন, " আমাদের অযোধ্যা হিলটপ-র রিসোর্টে নতুন বছরের পার্টির থিম-ই হলো নিয়ন। অর্থাৎ নিয়ন লাইটে নতুন বছরকে বরণ। যেখানে আলোর উজ্জ্বলতা থাকবে না। কিন্তু মায়াবী। এমন আবহ অযোধ্যা পাহাড়ের এই হাড় হিম ঠান্ডায় বর্ষবরণের রাতে এক অন্যরকম মাদকতা নিয়ে আসবে বলেই আমাদের বিশ্বাস। তবে একেবারে জঙ্গল বিধি মেনে। যাতে অযোধ্যা পাহাড়ে থাকা বণ্যপ্রাণের কোন সমস্যা না হয়। এই পার্টি যতই ইনডোরে হোক না কেন তার প্রভাব যাতে পরোক্ষভাবে পরিবেশে না পড়ে সেই দিক মাথায় রেখেই আবছা আলোয় আমাদের নিউ ইয়ার ইভের থিম নিয়ন।" এই পাহাড়ে ৫ -র নিচে নেমে যাওয়া সর্বনিম্নে যে ক্যাম্প ফায়ার হচ্ছে তা কিন্তু জঙ্গলে পড়ে থাকা শুকনো কাঠ কুড়িয়ে। একেবারে সেকেলের মুডে।
কোথাও যাতে পরিবেশ বিধি লঙ্ঘন না হয়। অযোধ্যা হিলটপের আরেকটি রাজ্য পর্যটন বিভাগের লিজ প্রাপ্ত কটেজের নিউ ইয়ার পার্টিও একেবারে বনাঞ্চল বিধি মেনে। ওই পর্যটন প্রকল্পের কর্ণধার তথা পুরুলিয়া হোটেল এন্ড লজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহিত লাটা বলেন, "অযোধ্যা পাহাড়ে একেবারে নিয়ম মেনে আমরা নিউ ইয়ার ফেস্টিভ্যাল করছি।" অযোধ্যা পাহাড়ের পাশাপাশি মাঠা বনাঞ্চলের একটি রিসোর্ট-এও 'লাইভ একোস্টিক সিঙ্গার' থাকছেন। অর্থাৎ আনপ্লাকড ব্যবস্থাপনা। বৈদ্যুতিক মাধ্যম ছাড়াই খালি গলায় গিটার নিয়ে গান চলবে। বর্ষবরণের এই সবকটি অনুষ্ঠানে সন্ধ্যা থেকে শুরু হওয়ার পর মধ্যরাত পার হতেই শেষ হবে। কোথাও চলবে না সারা রাত। তবে পুরুলিয়া শহরের সিটি সেন্টারের চার তারা হোটেলে নিউ ইয়ার পার্টি খানিকটা রাত পর্যন্তই চলবে।
