shono
Advertisement

Breaking News

Summer Trip Tips

গরমে বেড়াতে যাচ্ছেন? এই জিনিসগুলি সঙ্গে রাখলে ভুগতে হবে না, রইল 'কুল টিপস'

গরমকালে বেড়াতে গেলে আপনাকে ভুগতে হবে না একেবারেই। দেখে নিন কী কী রাখবেন সঙ্গে
Published By: Arani BhattacharyaPosted: 06:03 PM May 17, 2025Updated: 09:54 PM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঁসফাঁস করা গরম বলে কি বেড়াতে যাওয়া বাদ পড়বে জীবন থেকে? একেবারেই না। পায়ের তলায় সরষে যার গরমকাল তাঁকে বেড়াতে যাওয়া থেকে একেবারেই আটকাতে পারবে না। তবে এমন আবহাওয়া খানিক ভাবায় বইকী। তবে কুছ পরোয়া নেহি! এই জিনিসগুলি সঙ্গে রাখলে গরমকালে বেড়াতে গেলেও আপনাকে একেবারেই ভুগতে হবে না। রইল বেশ কিছু 'কুল টিপস'। 

Advertisement

১) পোশাক থেকে প্রসাধনী দ্রব্য, এই গরমে সবক্ষেত্রেই বিশেষ নজর দিতে হয়। তাই চেষ্টা করবেন হালকা সুতির পোশাক নেওয়ার। সুতির হালকা শর্টস ও টি-শার্ট রাখতে পারেন।

২) গরমকালে বেড়াতে যাওয়ার কথা ঠিক হলে সকলেরই একটা কৌতূহল থাকে। সেটা হল হোটেল বা রিসর্টে সুইমিং পুল আছে কিনা? আপনারও যদি সেরকম কৌতূহল থাকে এবং বেড়ানোর পাশাপাশি সমানভাবে পুলে সময় কাটানোর প্ল্যান থাকে, তাহলে অবশ্যই সুইমস্যুট সঙ্গে নিতে ভুলবেন না। সঙ্গে নেবেন সানস্ক্রিন। পুলে নামার আগে সানস্ক্রিন ব্যবহার করবেন গরমে ট্যান থেকে বাঁচতে।

ছবি: ইনস্টাগ্রাম

৩) সানস্ক্রিনের পাশাপাশি সানগ্লাসও কিন্তু মাস্ট! বিশেষ করে যদি আপনি সমুদ্রে বেড়াতে যান তাহলে তো আপনার সঙ্গে এই জিনিসগুলি রাখতেই হবে। সঙ্গে রাখতে পারেন বড় হ্যাট। যা আপনাকে রোদের হাত থেকে খানিক বাঁচাবে। পাশাপাশি সঙ্গে রাখবেন সুতির নরম রুমাল, ওয়েট ওয়াইপস ইত্যাদি।

৪) গরমে বেড়াতে গেলে পোশাকের পাশাপাশি কিন্তু জুতোর দিকেও নজর দিতে হবে। গরমে আরামদায়ক জুতো নেওয়ার চেষ্টা করবেন। যেটা পরে আপনার হাঁটাচলা করতে অসুবিধা হবে না। নচেৎ সেই নিয়ে কোনও অসুবিধা থাকলে কিন্তু আপনার বেড়ানোটাই মাটি হবে।

৫) বেড়াতে গিয়েও নিয়ম করে প্রচুর জল খাবেন। কারণ স্থান ও আবহাওয়া পরবর্তনের ফলে নানা সমস্যা হতে পারে। তাই জল খেতে ভুলবেন না। আর তাই মনে করে সঙ্গে একটি জলের বোতল আপনার ব্যাগে রাখবেন।

৬) এছাড়াও যে কোনও ট্যুরে যাওয়ার ক্ষেত্রে এই জিনিসগুলিও সঙ্গে নিতে একদম ভুলবেন না। যেমন- প্রয়োজনীয় ওষুধ ও ফার্স্ট এইড বক্স, স্যানিটাইজার ইত্যাদি।

৭) মনে রাখবেন যে জায়গাতেই বেড়াতে যান না কেন, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সবার আগে ব্যাগে ভরে রাখুন। ডকুমেন্ট ভুললে কিন্তু বেড়াতে গিয়ে নানা সমস্যায় পড়তে হবে। তাই ব্যাগ গোছানোর সময়ে মনে করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিন।

ছবি: ইনস্টাগ্রাম

৮) ফোন, ল্যাপটপের মতো জিনিসগুলি সময়ের সঙ্গে সঙ্গে এখন আমাদের সর্বক্ষণের সঙ্গী। তাই সঙ্গে অবশ্যই মনে করে পোর্টেবল চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক ও ট্যুরে প্রয়োজনীয় ইলেক্ট্রনিক ইকুইপমেন্টস সঙ্গে রাখুন।

৯) সুবিধা ও প্রয়োজন বুঝে হ্যান্ডব্যাগ বা ছোট ব্যাকপ্যাক সঙ্গে নেবেন। তাতে আপনার ট্যুরে প্রয়োজনীয় জিনিসগুলি সঙ্গে নিতে অসুবিধা হবে না। শুধু তাই নয় ট্রিপের শেষ দিনে লোকাল মার্কেট থেকে শপিং করার প্ল্যান আমাদের কমবেশি সকলেরই থাকে। সেক্ষেত্রে শপিং ব্যাগও সঙ্গে রাখতে পারেন।

১০) আপনার যদি চা বা কফির নেশা থাকে এবং আপনি কোনও অফবিট লোকেশনে বেড়াতে যান, তাহলে সেক্ষেত্রে ট্যুরের মাঝে আপনার চা তেষ্টা মেটাতে থার্মোফ্লাস্ক সঙ্গে রাখতে পারেন।

১১) এছাড়াও যে জায়গায় বেড়াতে যাচ্ছেন সেখানে যাওয়ার আগে সেখানকার আবহাওয়া, খাবার, দর্শনীয় স্থান, বাজার সবকিছু সম্পর্কে জেনে, তবেই যাওয়া ভালো। সেক্ষেত্রে একটা ধারণা মিলবে ও আপনার ট্যুরও সহজ হবে। কোনও কিছু মিস হয়ে যাওয়ার সম্ভবনাও থাকবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পায়ের তলায় সরষে যার গরমকাল তাঁকে বেড়াতে যাওয়া থেকে একেবারেই আটকাতে পারবে না।
  • তবে এমন আবহাওয়া খানিক ভাবায় বৈকি। কুছ পরোয়া নেহি।
  • এই জিনিসগুলি সঙ্গে রাখলে গরমকালে বেড়াতে গেলে আপনাকে ভুগতে হবে না একেবারেই।
Advertisement