দিনরাত হাজারও চাপ। বাড়ির কাজ। অফিসের ডেডলাইন। সবমিলিয়ে নিজের দিকে ঘুরে তাকানোরও যেন সময় নেই। তার ফলে মনের কোণে ক্লান্তি থেকে বাসা বাঁধে অবসাদ। মন চায় সব কিছু ছেড়ে বেরিয়ে পড়তে। মুক্ত বাতাসে শ্বাস নিতে। আপনারও কি একই অবস্থা। বাড়ি ছেড়ে বাক্সপ্যাঁটরা গুছিয়ে দূরে কোথাও পাড়ি দিতে চান? তবে আপনার জন্য রইল দেশের কয়েকটি দূষণমুক্ত জায়গার খোঁজ।
কর্ণাটকের গোকর্ণের শ্বাশ্বারা:
চতুর্দিকে সবুজ। আশেপাশে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ হচ্ছে ফসল। তার মাঝে ছোট্ট কটেজ। মুক্ত বাতাসে শ্বাস নিতে চাই এই ঠিকানাই হতে পারে আপনার গন্তব্য। ছুটি কাটানোর ফাঁকে এই কটেজে শরীরচর্চারও সম্পূর্ণ ব্যবস্থাপনা রয়েছে।
কেরলের বানাসুরা হিল রিসর্ট:
এশিয়ার বৃহত্তম মাটির রিসর্ট এটি। এখানকারা মাড হাউসে কাটিয়ে আসতে পারেন কটাদিন। ঝরনা, মশলার বাগান আর সুন্দর কটেজ আপনার মন ভোলাতে বাধ্য।
কর্ণাটকের দ্য তামারা কুর্গ:
পাহাড়ে ঘেরা ছোট্ট রিসর্ট। যার আশেপাশে তাকালেই দেখা যায় কফি বাগান। রয়েছে বর্জ্য পরিশোধন এবং বৃষ্টির জল সংরক্ষণের বন্দোবস্ত। অল্প কয়েকদিনের ছুটি কাটানোর জন্য এই রিসর্টও বেশ ভালো।
রাজস্থানের ট্রি হাউস রিসর্ট:
রাজস্থান যাওয়ার পরিকল্পনা? কয়েকদিনের ছুটি কাটাতে ট্রি হাউস রিসর্ট মন্দ নয়। তাই আপনিও ঘুরে আসতেই পারেন এই পরিবেশবান্ধব রিসর্ট থেকে।
কেরলের ওয়ানড়ের ভাইথিরি রিসর্ট:
কটাদিন কাটিয়ে আসতে পারেন। এখানের সৌন্দর্য আপনাকে অবাক করবেই। পাখির কাকলি আর মুক্ত বাতাস আপনার ক্লান্তি ভুলিয়ে দেবে।
আর দেরি না করে আজই বাক্সপ্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়ুন। প্রকৃতির কোলে সময় কাটবে। কয়েকদিনের ছোট্ট ছুটি আপনাকে নতুন করে জীবন শুরুর রসদ জোগাবে।
