shono
Advertisement

Breaking News

Virat Kohli

বিরাট-অনুষ্কা কাটিয়েছেন সুন্দর মুহূর্ত, কম খরচে এই ৫ জায়গায় ঘুরে আসতে পারেন আপনিও

দেশ-বিদেশের নানা প্রান্তে একান্তে সময় কাটিয়েছেন বিরাট ও অনুষ্কা।
Published By: Sayani SenPosted: 05:39 PM May 12, 2025Updated: 05:39 PM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন বাইশ গজে ঝড় তোলেন। আরেকজন সিনেমার মাধ্যমে জাদু করেছেন। হাজারও পুরুষের হৃদয়ে তুলেছেন ঝড়। সেই বিরাট-অনুষ্কার জুটির প্রেম যেন মন ছুঁয়ে যায় অনুরাগীদের। সিনেমা ও ক্রিকেটের ব্যস্ততা সামলে কিছুটা সময় পেলেই হাতে হাত ধরে বেরিয়ে পড়েন দু'জনে। সোশাল মিডিয়ায় শেয়ার করা ছবি দেখে বেড়ানোর প্রায় সমস্ত আপডেট পান অনুরাগীরা। দেশ-বিদেশের নানা প্রান্তে একান্তে 'উই টাইম' কাটিয়েছেন তাঁরা। তৈরি হয়েছে সুন্দর মুহূর্ত। সামান্য খরচে ওই জায়গাগুলি হতে পারে আপনারও গন্তব্য।

Advertisement

গত ২০১৯ সালে পাহাড় ও নদীতে ঘেরা ভুটানে গিয়েছিলেন বিরুষ্কা। টাইগার্স নেস্ট মনাস্ট্রিতে গিয়েছিলেন দু'জনে। নদীর ধারে বসে প্রাতঃরাশের মিষ্টি মুহূর্ত মন কেড়ে নিয়েছিল সকলের। তাঁদের শেয়ার করা ছবি দেখে আপনারও কি মনে সাধ জাগছে? তবে পরের ছুটিতে আপনার গন্তব্য হতেই পারে ভুটান।

আপনি কি অ্যাডভেঞ্চার প্রিয়? বাঞ্জি জাম্পিং, জেট বোটিং করতে চান? তবে আপনার গন্তব্য হোক নিউজিল্যান্ডের কুইন্সটাউন। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার মতো সার্দান আল্পস, ওয়াকাটিপুতে গিয়ে ছুটি কাটিয়ে আসতে পারেন আপনিও। প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।

ইটালিতে রাজকীয় বিয়ের আসর বসে বিরুষ্কার। এরপর মধুচন্দ্রিমায় ফিনল্যান্ডে গিয়েছিলেন দু'জনে। ইগলুতে বসে তারায় ভরা রাতের আকাশ দেখতে চাইলে আপনিও ফিনল্যান্ডে ঘুরে আসতেই পারেন। তেমন বুঝে শুনে পরিকল্পনা করলে খরচ কিন্তু খুব বেশি হবে না।

সমুদ্রের কথা ভাবলেই কি আপনার মন আনচান করে? তাহলে দক্ষিণ আফ্রিকার কেপটাউন হোক আপনার গন্তব্য। বিরাট-অনুষ্কাও এখানে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। তাই আর দেরি না করে আজই পরিকল্পনা করে ফেলুন।

লন্ডনের রাস্তায় হাতে হাত ধরে একাধিকবার দেখা গিয়েছে বিরুষ্কাকে। দুই সন্তানকে নিয়ে সেখানে থাকার ভাবনাচিন্তাও রয়েছে দম্পতির। আপনিও ঘুরে আসতেই পারেন বিরাট-অনুষ্কার প্রিয় লন্ডনে। টেমসের ধারে কিছুটা সময় কাটাতে পারেন আপনিও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেশ-বিদেশের নানা প্রান্তে একান্তে 'উই টাইম' কাটিয়েছেন বিরাট ও অনুষ্কা।
  • সোশাল মিডিয়ায় শেয়ার করা ছবি দেখে বেড়ানোর প্রায় সমস্ত আপডেট পান অনুরাগীরা।
  • আপনিও ওই জায়গাগুলিতে কম খরচে যেতেই পারেন।
Advertisement