shono
Advertisement
Sundarban

বেড়ানোর পরিকল্পনা বাতিল, আগামী তিনমাস বন্ধ সুন্দরবন

কবে দরজা খুলবে সুন্দরবন?
Published By: Paramita PaulPosted: 06:19 PM Jun 07, 2025Updated: 06:19 PM Jun 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষায় সুন্দরবন বেড়াতে যাওয়ার কথা ভাবছেন? পর্যটকদের জন্য খারাপ খবর। চলতি মাসেই দরজা বন্ধ করছে সুন্দরবন। বন্ধ থাকবে আগামী তিন মাস।

Advertisement

 

বর্ষা মানেই সুন্দরবনে নদীতে নৌকোবিলাস! মাথার উপর ঝরতে থাকা ইলশে গুড়ি বৃষ্টি। সঙ্গী হবে টাটকা গরম গরম মাছভাজা, ধোঁয়া ওঠা খিঁচুড়ি। বহু বর্যটন সংস্থাই এই টোপ দিয়ে ভ্রমণপিপাসুদের সুন্দরবনে ডাকে। কিন্তু ১৫ জুনের পর সেই সুযোগ বন্ধ। আবার ১৫ সেপ্টেম্বরের পর পর্যটকদের জন্য় দরজা খুলবে সুন্দরবন। কারণ, বর্ষায় অভয়ারণ্যের প্রাণীদের প্রজননের সময়। এই সময় তারা সঙ্গমে লিপ্ত হয়। ডিম পাড়ে। সেই প্রক্রিয়া নিরবিচ্ছিন্ন রাখতে এবং প্রাণীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই সিদ্ধান্ত।

 

উল্লেখ্য, জুন-সেপ্টেম্বর, বর্ষাকালজুড়ে প্রাণীদের প্রজননের সময়। তাই দেশের সমস্ত অভয়ারণ্যের কোর এলাকায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এনিয়ে সুন্দরবনে টানা তিন বছর এই নির্দেশিকা জারি করা হল। এ প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন, "এই সিদ্ধান্ত ইন্টিগ্রেটেড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানের অন্তর্ভুক্ত। দেশের সমস্ত জঙ্গলে এই সময় বন্যপ্রাণীদের শান্তিপূর্ণ পরিবেশ দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগ নিয়ে থাকি।" তাই আগামী তিনমাস সুন্দরবন বেড়ানোর পরিকল্পনা বাতিল করতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি মাসেই দরজা বন্ধ করছে সুন্দরবন।
  • বন্ধ থাকবে আগামী তিন মাস।
  • বর্ষা মানেই সুন্দরবনে নদীতে নৌকোবিলাস!
Advertisement