shono
Advertisement
Travel News

চারধাম যাত্রার ঝক্কি উধাও, একাধিক তীর্থক্ষেত্র ঘুরে দেখাতে ডিলাক্স ট্রেন চালাবে রেল

চারধামের ৮৪২৫ কিলোমিটার যাত্রাপথে আরও অনেক কিছুই দেখতে পাবেন, প্ল্যান করেই ফেলুন!
Published By: Sucheta SenguptaPosted: 11:15 PM May 02, 2025Updated: 09:02 AM May 03, 2025

সুব্রত বিশ্বাস: তীর্থ করতে চারধাম সফরের স্বপ্ন কে না দেখে? ধার্মিক মানুষমাত্রই বদ্রী, দ্বারকা, পুরী, রামেশ্বরম ঘোরার ইচ্ছে থাকে কমবেশি সকলেরই। এবার এই সফরের ঝক্কি একেবারে উধাও। একসঙ্গে চারধাম দর্শন করাবে রেল! তীর্থযাত্রীদের সুবিধার্থে 'ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট' ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন রেলকর্তারা। দারুণ ব্যবস্থা তার! শুধু একবার টিকিট কেটে উঠে পড়লেই হল, টানা ১৭ দিনে এক যাত্রায় চারধাম নিশ্চিন্তে ঘুরতে পারবেন। রেলের এই সুখবরে উচ্ছ্বসিত অনেকেই। শুরু হয়েছে টিকিট বুকিংয়ের ধুম!

Advertisement

রেল সূত্রে খবর, আগামী ২৭ মে দিল্লি সফদরজং স্টেশন থেকে রওনা দিয়ে সতেরো দিন ধরে চারধাম ঘোরানো হবে ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেনে। বদ্রীনাথ, পুরী, রামেশ্বরম ও দ্বারকা - এই চারটি তীর্থক্ষেত্রের সঙ্গে আর কিছু তীর্থস্থান ও দর্শনীয় স্থান রয়েছে ভ্রমণের তালিকায়। যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত ৮৪২৫ কিলোমিটার পথ ভ্রমণের মধ্যে থাকবে বদ্রীনাথ, মানাগাঁও, নরসিংহ মন্দির, যোশীমঠ, ঋষিকেশ, জগন্নাথ মন্দির, পুরীর সমুদ্রতট, কোনারকের সূর্য মন্দির, চন্দ্রভাগা সমুদ্রতট, রামেশ্বরমের রামনাথ স্বামী মন্দির, ধনুষকোটি, দ্বারকার দ্বারকাধীশ মন্দির, নাগেশ্বর জোর্তিলিঙ্গ। এই যাত্রায় অংশগ্রহণকারীদের কাশীর বিশ্বনাথ মন্দির, পুণের ভীমশংকর মন্দির, নাসিকের ত্রম্বকেশ্বর মন্দিরও দর্শন করাবে রেল।

শুধু ভ্রমণে আত্মশুদ্ধি ঘটানোই নয়, ডিলাক্স এসি ট্যুরে ট্রেনে ঢালাও স্বাচ্ছন্দ‌্য থাকবে। নিজেদের বাজেট মতো এসি ফার্স্ট, সেকেন্ড ও থার্ড সব ধরনের কোচে ভ্রমণ করতে পারবেন তীর্থযাত্রীরা। থাকবে ডাইনিং রেস্তরাঁ, মডার্ন কিচেন, কিউবিক স্নানঘর, বায়োটয়লেট যুক্ত ওয়াশরুম, ফুট ম‌্যাসেজার। আরও স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা আছে। তিন তারা হোটেলে থাকার ব‌্যবস্থা, তিনবার খাওয়াদাওয়া, সাইট সিন দর্শন ও ট্যুর ম‌্যানেজারের সহায়তা দেওয়া হবে রেলের তরফে। ভাবছেন তো এসবের জন্য পকেটে চাপ কতটা পড়বে? চিন্তা নেই, ভাড়া দেখে নিন আইআরসিটিসির ওয়েবসাইটে। তারপর জমিয়ে প্ল্যান করুন। সময় তো হাতে আছেই - ২৭ মে পর্যন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার বিশেষ ট্রেনে একসঙ্গে চার ধাম ঘোরাবে রেল!
  • আগামী ২৭ মে দিল্লি সফদরজং স্টেশন থেকে রওনা দেবে ভারত গৌরব ডিলাক্স ট্যুরিস্ট ট্রেন।
  • ১৭ দিন ধরে এই ট্রেনে দারুণ স্বাচ্ছন্দ্যের সঙ্গে চারধাম ছাড়াও ঘুরতে পারবেন একাধিক তীর্থস্থান।
Advertisement