সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও মসৃণ হতে চলেছে কলকাতা থেকে দিল্লিযাত্রা। বহু প্রতীক্ষিত অত্যাধুনিক হাওড়া-দিল্লি বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল। ইতিমধ্যেই এর জন্য ট্রায়াল রান শেষ হয়েছে বলে জানা গিয়েছে। এই ট্রেন পরিষেবা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হতে চলেছে উত্তরপ্রদেশ এবং বিহারের যাত্রীরা।
এখন পর্যন্ত শুধুমাত্র এসি চেয়ারকার কোচযুক্ত বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু রয়েছে। তবে এবার অত্যাধুনিক স্লিপার কোচযুক্ত ট্রেন পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। নতুন স্লিপার ট্রেনটি সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘণ্টার গতিতে চলবে। গন্তব্যে পৌঁছনোর জন্য ট্রেনটি ১৪৪৯ কিলোমিটার গতিপথ অতিক্রম করবে মাত্র ১৫ ঘণ্টায়। বহুদিন ধরেই এই রুটে এমন একটি ট্রেন চালানোর দাবি জানানো হয়েছিল। এবার সেই দাবিতে সাড়া দিল রেল। যদিও কবে থেকে এই ট্রেন চলাচল করবে সে ব্যাপারে রেলে তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
দিল্লি-হাওড়ার মধ্যে চলাচল করার সময় ট্রেনটি যে যে স্টেশনে থামবে:
কানপুর সেন্ট্রাল
প্রয়াগরাজ জংশন
দিনদয়াল উপাধ্যায় জংশন
গয়া জংশন
ধানবাদ জংশন
আসানসোল জংশন
মোট যতগুলি কোচ থাকবে:
১১টি এসি থ্রি-টিয়ার কোচ
৪টি এসি টু-টিয়ার কোচ
১টি এসি প্রথম শ্রেণির কোচ
টিকিটের মূল্য(আনুমানিক):
এসি থ্রি-টিয়ারে টিকিটের মূল্য হবে আনুমানিক ৩,০০০ টাকা
এসি টু-টিয়ারে টিকিটের মূল্য হবে প্রায় আনুমানিক ৪,০০০ টাকা
এসি ফার্স্ট ক্লাসে টিকিটের মূল্য হবে আনুমানিক ৫,১০০ টাকা
বন্দে ভারত স্লিপারের আনুমানিক সময়সূচি:
দিল্লি থেকে বিকেল ৫ টায় ছেড়ে পরদিন সকাল ৮ টায় হাওড়ায় পৌঁছবে।
একইভাবে হাওড়া থেকে বিকেল ৫ টায় ছেড়ে পরদিন সকাল ৮ টায় দিল্লি পৌঁছবে।
