shono
Advertisement

ট্রাক পিষে দিল দুই খুদে পড়ুয়াকে, অবরোধ করণদিঘিতে

ঘটনায় আরও পাঁচ খুদে পড়ুয়া জখম হয়েছে বলে খবর৷ The post ট্রাক পিষে দিল দুই খুদে পড়ুয়াকে, অবরোধ করণদিঘিতে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:38 PM Feb 27, 2017Updated: 09:08 AM Feb 27, 2017

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: স্কুলে যাওয়ার পথে দল বেঁধে রাস্তা পেরোচ্ছিল খুদে পড়ুয়ারা৷ দুরন্ত গতিতে ছুটে আসা পাথর বোঝাই ট্রাক পিষে দিল দু’জনকে৷ মৃতদের নাম রাধেশ্যাম মাহাতো (৬), জয়ন্ত সিংহ (৭)৷ সোমবার দুপুরে উত্তর দিনাজপুরের করণদিঘিতে ৩৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷ ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়৷ পুলিশ এলেও দেহ তুলতে বাধা দিয়ে অবরোধ শুরু করে এলাকার মানুষজন৷ ঘটনায় আরও পাঁচ খুদে পড়ুয়া জখম হয়েছে বলে খবর৷ করণদিঘি ব্লক ভূমি সংস্কার দফতরের কাছে দুর্ঘটনাটি ঘটে৷

Advertisement

(ভয়াবহ আগুনে পুড়ল প্রয়াগ ফিল্ম সিটি)

এদিকে এদিন সকালে ইসলামপুরে পথ দুর্ঘটনায় জখম হয় বারোজন মাধ্যমিক পরীক্ষার্থী৷ তাদের মধ্যে চারজনের চোট গুরুতর৷ জখমদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতালে ন’জনের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ টোটো করে যাচ্ছিল ওই মাধ্যমিক পরীক্ষার্থীরা৷ মাদারিপুরে ৩১ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় জখম হয় তারা৷

(ইসকন মন্দিরের প্রণামীর বাক্স নিয়ে চম্পট কিশোরদের)

The post ট্রাক পিষে দিল দুই খুদে পড়ুয়াকে, অবরোধ করণদিঘিতে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement