shono
Advertisement

হোয়াইট হাউসে সাংবাদিকদের ঢুকতে দিল না ট্রাম্প প্রশাসন

অভিযোগ, ট্রাম্পের সমালোচনা করার জন্যই এই বৈষম্যের শিকার হতে হয়েছে কিছু সংবাদসংস্থাকে৷ The post হোয়াইট হাউসে সাংবাদিকদের ঢুকতে দিল না ট্রাম্প প্রশাসন appeared first on Sangbad Pratidin.
Posted: 05:40 PM Feb 25, 2017Updated: 12:10 PM Feb 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসের সাংবাদিক সম্মেলনে ঢুকতে দেওয়া হল না সাংবাদিকদের৷ সবাইকে নয়, বাছা বাছা কিছু সংবাদসংস্থার কর্মীদের প্রতিই এমন আচরণ করল ট্রাম্প প্রশাসন৷ হোয়াইট হাউসের এই নিষেধের তালিকায় রয়েছে সিএনএন, দ্য নিউ ইয়র্ক টাইমস, পলিটিকো, দ্য লস অ্যাঞ্জেলস টাইমস এবং বাজফিডের মতো আন্তর্জাতিক সংবাদসংস্থার নাম৷

Advertisement

পরিবারে নতুন অতিথি আনার চিন্তাভাবনা ছিল শ্রীনিবাস ও তাঁর স্ত্রীর

হোয়াইট হাউসের অন্দরমহলে অবাধ প্রবেশ ছিল সংবাদ সংস্থাগুলির৷ বিশেষ করে ওবামা সরকারের সময়৷ হোয়াইট হাউসকে জনতার অনেক কাছেই নিয়ে এসেছিলেন বারাক ও মিশেল৷ কিন্তু নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজত্বে যে সেই বিচরণে ব্যাঘাত ঘটবে৷ তাঁর ইঙ্গিত মিলল শুক্রবার৷ এদিন বিবৃতি দেওয়ার কথা ছিল ট্রাম্পের প্রেস সচিব শন স্পাইসারের৷ সেখানে ঢোকার মুখেই বাধা দেওয়া হয় সিএনএন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের৷ তাঁর পরিবর্তে ঢুকতে দেওয়া হয় রয়টার্স, সিবিএস, ব্লুমবার্গের মতো ১০টি সংবাদসংস্থার সাংবাদিককে৷ পুরো ব্যাপারটাই হয় অফ ক্যামেরা৷

চিনের অভিজাত হোটেলে ভয়াবহ আগুন, মৃত একাধিক

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে আমেরিকার অধিকাংশ মিডিয়া৷ অধিকাংশের দাবি, ট্রাম্পের সমালোচনা করার জন্যই এই বৈষম্যের শিকার হতে হয়েছে কিছু সংবাদসংস্থাকে৷ বিশ্বের অন্যতম গণতন্ত্রের কণ্ঠরোধ করা অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে৷ প্রতিবাদ জানিয়েছে  হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনও (WHCA)৷

ভারতীয় শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল কাশ্মীরে

The post হোয়াইট হাউসে সাংবাদিকদের ঢুকতে দিল না ট্রাম্প প্রশাসন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement