সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রেসিডেন্সিয়াল ডিবেটে’ ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সামনে রীতিমতো বেকায়দায় পড়েছিলেন জো বাইডেন। আর তার পর থেকেই প্রশ্ন উঠছে, এমন শারীরিক ও মানসিক অবস্থায় কেউ কি প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারেন? শোনা যাচ্ছে বাইডেন নাকি সরে দাঁড়াতে পারেন প্রেসিডেন্ট পদের লড়াই থেকে। সেক্ষেত্রে তাঁর পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে যাঁদের নাম নিয়ে গুঞ্জন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম। এবার তাঁকে আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প।
তাঁকে বলতে শোনা গিয়েছে, ''উনি (বাইডেন) এবার ছেড়ে দিচ্ছেন, আপনারা জানেন- উনি রেসটা থেকে সরে দাঁড়াচ্ছেন। আমি ওঁকে সরিয়ে দিয়েছি। আর তার মানে আমাদের সামনে কমলা।'' রিপাবলিকান প্রার্থীর মতে, বাইডেন (Joe Biden) ভাবছেন কমলা হয়তো তুলনামূলক যোগ্য প্রার্থী হবেন। এর পরই তাঁর কটাক্ষ, ''উনি খুবই খারাপ। একেবারে হতাশাজনক।'' সেই সঙ্গে ছাপার অযোগ্য ভাষাও ব্যবহার করে কমলা হ্যারিসকে কটাক্ষ করতে দেখা যায় ৭৮ বছরের নেতাকে।
পাশাপাশি বাইডেনকে নিয়ে আরও খোঁচা মারতে দেখা যায় ট্রাম্পকে। তিনি বলেন, ''কল্পনা করতে পারেন ওই মানুষটা পুতিনের সঙ্গে কথা বলছেন? চিনের প্রেসিডেন্টের সঙ্গে? উনি উগ্র মানুষ। খুবই কড়া ব্যক্তিত্ব।'' ট্রাম্পের (Donald Trump) মতে, বাইডেনের যা শারীরিক ও মানসিক অবস্থা তাতে ওঁর পক্ষে পুতিন বা জিনপিংয়ের মতো জাঁদরেল রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকে বসাটাই কঠিন।
[আরও পড়ুন: শুক্রে বিধানসভায় বিশেষ অধিবেশন, কাটবে সায়ন্তিকা-রেয়াতের শপথ জট?]
যদিও বাইডেনের লড়াই থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন হোয়াইট হাউসের মুখপাত্র কেরিন জিন-পিয়ের। তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট পদের লড়াই থেকে মোটেই নিজেকে সরিয়ে নিচ্ছেন না ৮০ বছরের ডেমোক্র্যাট নেতা। তাঁর কথায়, ''প্রেসিডেন্ট একেবারে স্থিরচিত্ত। এবং উনি লড়াইয়ে থাকছেন।''
তবে নিয়মানুযায়ী, এখনও বাইডেনের সরে দাঁড়ানোর সময় আছে। তিনি চাইলেই জানিয়ে দিতে পারেন, আগামী প্রজন্মকে এগিয়ে দিতে তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। যদি সত্যিই এমন হয়, তাহলে বাইডেনের উত্তরসূরি কে হতে পারেন? এই প্রশ্নও উঠছে। কমলা হ্যারিস-সহ আরও নাম আলোচনায় উঠে এলেও ওয়াকিবহাল মহলের মতে, এই মুহূর্তে তাঁর যথার্থ উত্তরসূরি কেউই নেই।