সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৮৬ দিন মহাশূন্যে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের ফেরার জল্পনা শুরু হতেই শোনা গিয়েছিল, ন’মাসের বেতন ছাড়াও মহাকাশে থাকার জন্য ফি দিন বাড়তি ভাতা তাঁদের দেওয়া হয়েছে। এই বিষয়ে এবার প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প। তাঁর কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, সুনীতারা সত্যিই অতিরিক্ত অর্থ পাবেন কিনা। জবাবে ট্রাম্পকে বলতে শোনা যায়, ''কেউ আমাকে এই নিয়ে কিছু বলেননি। তবে যদি এটা দিতে হয়, আমি আমার পকেট থেকে দেব।''

আসলে মহাকাশে থাকার জন্য অতিরিক্ত অর্থ পাওয়ার কথা নয় সুনীতাদের। কেননা নাসার নভোচররা আমেরিকার কেন্দ্রীয় সরকারের কর্মী। তাঁদের নির্দিষ্ট বেতন কাঠামো রয়েছে। আমেরিকায় গ্রেড-১৫ অর্থাৎ সর্বোচ্চ বেতনভুক্ত সরকারি কর্মীদের গড় বেতন বছরে প্রায় ১ কোটি থেকে ১.৫ কোটি। সুনীতা উইলিয়ামসরাও বছরে ৮১ লক্ষ থেকে ১.০৫ কোটি টাকা বেতন পান। তবুও নাসার তরফে মহাকাশে থাকাকালীন ওই নভোচরদের পরিবহণ এবং থাকাখাওয়ার খরচ বহন করা হয়। সেই সঙ্গে দেওয়া হয় অতিরিক্ত ভাতা দৈনিক ৫ ডলার। ভারতীয় মুদ্রায় ৪৩০ টাকা। অর্থাৎ সব মিলিয়ে তাঁরা অতিরিক্ত ১ লক্ষ ২২ হাজার ৯৮০.৫০ টাকা পাবেন। যদিও ট্রাম্প এটা শুনে খুব একটা খুশি হননি। তিনি বলেছেন, ''এত কম? ওঁদের যা সহ্য করতে হয়েছে তার তুলনায় এটা খুব বেশি কিছু নয়।'' জানা গিয়েছে, মহাকাশে থাকার সময় সুনীতাদের সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হয়েছে।
কী কাজ করেছেন তাঁরা? নাসার বক্তব্য, তাঁরা শুধুমাত্র স্পেস স্টেশনে আটকে ছিলেন না, সেখানে রীতিমতো নানা গবেষণা কাজ করেছেন দুই নভোচর। সেখানে চাষের কাজে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে সুনীতার। লাল লেটুস, টমেটো ফলিয়ে কাঁচা সবজি চাষ করে খেয়ে শরীরে ভিটামিন সরবরাহ অব্যাহত রেখেছেন। সেসবের পারিশ্রমিক হিসেবে দেওয়া হচ্ছে বাড়তি টাকা।