সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আঘাতে ঘায়েল ভারত। তথাপি ফের নরেন্দ্র মোদি-বন্দনা ট্রাম্পের মুখে। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার 'ভালো বন্ধু'। তিনি 'খুব স্মার্ট মানুষ'। যদিও ভারতকে অস্বস্তিতে ফেলে পারস্পারিক কর চাপানোর সিদ্ধান্তে অটল মার্কিন প্রশাসন। পাশাপাশি ভারতকে 'শুল্কের রাজা' বলেও কটাক্ষ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় ইতিবাচক ফল হবে।

এদিন হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, "প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি (আমেরিকায়) এসেছিলেন, আমরা সব সময়ই খুব ভালো বন্ধু।" এরপরেই খোঁচা দিয়ে তিনি বলেন, "ভারত বিশ্বের সর্বোচ্চ হারে শুল্ক আদায় করা দেশগুলির মধ্যে একটি।" সঙ্গে জোড়েন, "তিনি খুব স্মার্ট মানুষ। আমাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। আমি মনে করি, ভারত ও আমাদের দেশের জন্য এর ফলাফল খুব ভালো হবে।" এরপরেই ভারতকে 'শুল্কের রাজা' বলে খোঁচা দেন ট্রাম্প।
উল্লেখ্য, আগামী ২ এপ্রিল থেকে ভারত-সহ একাধিক দেশের রপ্তানিজাত পণ্যের উপর চড়া হারে পারস্পারিক শুল্ক আদায়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ঠিক তার আগে মোদির প্রশংসা করেও নিজের নীতি থেকে সরলেন না মার্কিন প্রেসিডেন্ট। এদিন ট্রাম্প বলেন, "ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। কিন্তু একমাত্র সমস্যা হল তারা বিশ্বের সর্বোচ্চ হারে শুল্ক আরোপ করা দেশগুলির মধ্যে একটি। আমি মনে করি, তারা শুল্ক কমাবে। তবে ২ এপ্রিল থেকে আমরাও তাদের উপর সেই শুল্ক ধার্য করব, যা তারা আমাদের পণ্যে বসাবে।"
এখানেই না থেমে, ভারতের বাণিজ্য নীতির নিন্দা করেন ট্রাম্প। তিনি বলেন,
"আপনি ভারতে কিছু বিক্রি করতে পারবেন না, যেন অঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে! বিষয়টা তারাও (মোদি সরকার) মেনে নিয়েছে। এখন অবশ্য শুল্ক কমানো শুরু করেছে তারা। কারণ এতদিনে কেউ তাদের (অন্যায়) কাজকে সকলের চোখের সামনে এনে দিয়েছে।" উল্লেখ্য, চলতি সপ্তাহেই ভারত এবং আমেরিকার মধ্যে প্রতিনিধি স্তরে বাণিজ্য-বৈঠক হয়েছে। দুই দেশ নিজেদের স্বার্থরক্ষা করেও পারস্পারিক এক্যমত্যে পৌঁছানোর বিষয়ে রাজি হয়েছে।