সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চৈত্র মাস পড়লেই ঘর পরিষ্কার করার ধুম পড়ে যায়। লেপ-তোষক কিংবা আলমারির কাপড় রোদে দেওয়া হয়। মোট কথা, পয়লা বৈশাখের আগেই ঘরদোর পরিষ্কার করে ফেলতে হবে। তাই এখন থেকেই টিপস জেনে নিয়ে ছক কষে রাখুন। কাজ হালকা হবে।

১) একদিনেই গোটা বাড়ির ময়লা পরিষ্কার করার চাপ নেবেন না। প্রত্যেকদিন একটি করে ঘর বেছে নিন। শুরু করুন ঘরের সিলিং থেকে। এ জন্য ব্যবহার করুন লম্বা ঝুল ঝাড়ু। মাথায় কাপড় ও মুখে মাস্ক পরে নিন এতে ধুলো নাকে-মুখে ঢুকবে না।
২) পর্দা খুলে নিন। ভাল করে পেলমেট পরিষ্কার করে নিন। যদি পর্দা না খুলতে চান, তাহলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পর্দা পরিষ্কার করতে পারেন। ভ্যাকুয়াম ক্লিনার না থাকলে, বড় নরম ঝাঁটা দিয়ে ভাল করে পর্দা ঝেড়ে নিন।
৩) আসবাবপত্র পরিষ্কার করার জন্য পাতলা কাপড় ব্যবহার করুন। কাপড়টি ভিজেয়ে নিন। এতে আসবাবপত্রে লেগে থাকা ময়লা জলদি দূর হবে।
ছবি: সংগৃহীত
৪) ঘরের মেঝেতে কার্পেট থাকলে তার উপর বেকিং সোডা ছড়িয়ে দিন। কিছুক্ষণ রেখে ভাল করে পরিষ্কার করে নিন। দেখবেন দুর্গন্ধ দূর হয়েছে।
৫) আয়না নিয়মিত পরিস্কারের জন্য গ্লাস ক্লিনার বা জলে সামান্য ডিটারজেন্ট দিয়েও পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে কাচ মুছে দিন। এতে দাগ হবেনা এবং আয়না ঝকঝকে দেখাবে। ফ্রিজ, ডাইনিং টেবিলের ক্ষেত্রেও এই পন্থা প্রযোজ্য।
৬) পয়লা বৈশাখ আসার আগে ঘরের ইতি-উতি একটু নরম আলোর ব্যবস্থা করে নেবেন। চাইলে বারান্দার ভোলবদলে নতুন লুক দিতে পারেন। রকমারি ডিজাইনের টব পাওয়া যায় বর্তমানে। সেগুলো কিনে জায়গা মাফিক সাজিয়ে নিন। নববর্ষের আগেই আপনার বাড়ির লুক বদলে যাবে।
ছবি: সংগৃহীত
শেষপাতে বলা ভালো, রোজ যদি অল্প অল্প করে ঘর পরিষ্কার রাখেন, তাহলে দেখবেন একদিনে বেশি চাপ পড়বে না। তাই ঘর ঝাড়াটাকে প্ল্যান করে নিন। বাড়ির অন্য সদস্যদেরও বলুন আপনাকে সাহায্য করতে। এতে কাজ সহজ হয়ে যাবে।