সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানুয়ারিতে মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর ফের জঙ্গি হামলায় (Terrorist attack) বিধ্বস্ত পাকিস্তান (Pakistan)। পুলিশের সদর দপ্তরে পুলিশ ও জঙ্গিদের গুলির লড়াইয়ে মৃত অন্তত ৭। পাকিস্তানি তালিবান জঙ্গি গোষ্ঠী তথা তেহরিক-ই-তালিবান এই হামলার দায় স্বীকার করেছে।
গত সপ্তাহেই পাকিস্তানের উত্তরপশ্চিম অঞ্চলে এক বিস্ফোরণে মারা যান আশিরও বেশি পুলিশ অফিসার। সেই ঘটনার পর হামলা করাচিতে খোদ করাচিতে পুলিশের সদর দপ্তরে। ইতিমধ্যে ইসলামাবাদ ও অন্যান্য শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় ৭টা নাগাদ হামলা চালায় জনা দশেকের এক দল। তারা গুলি চালাতে থাকে করাচি পুলিশের সদর দপ্তরে ঢুকে। জবাব দেয় পুলিশও।
[আরও পড়ুন: ১৬ তলা থেকে পড়ে প্রাণ গেল পুতিনের প্রতিরক্ষা কর্মকর্তা মারিনার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য]
এই ঘটনায় নড়েচড়ে বসেছে পাক প্রশাসন। কেননা, করাচি পুলিশের ওই সদর দপ্তর এলাকায় রয়েছে পুলিশের কোয়ার্টারও। সেখানে বহু উচ্চপদস্থ অফিসার পরিবার-সহ বাস করেন। এমন এক হাই প্রোফাইল এলাকা, যেখানে নিরাপত্তার বেষ্টনী বরাবরই মজবুত সেখানে এমন হামলা নিঃসন্দেহে আশঙ্কাজনক।
গত দেড় দশক ধরে পাক সেনাকর্মী ও সাধারণ নাগরিকদের উপরে লাগাতার হামলা চালিয়েছে টিটিপি জঙ্গিরা। যার মধ্যে অন্যতম ২০১৪ সালে সেনা স্কুলের জঙ্গি হামলা। পেশোয়ারের স্কুলের ওই হামলায় ১৫৪ জন মারা যান।