shono
Advertisement

রেফারির মুখে ঘুষি মারার শাস্তি, সারাজীবনের জন্য নির্বাসিত ক্লাব প্রেসিডেন্ট

স্মরণকালের মধ্যে এমন ঘটনা ঘটেনি।
Posted: 06:57 PM Dec 15, 2023Updated: 07:15 PM Dec 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠে ঢুকে রেফারিকে সজোরে ঘুষি মেরে ছিলেন ফারুক কোজা (Faruk Koca)। সেই ফারুক কোজাকে সারাজীবনের জন্য নির্বাসিত করল তুরস্ক ফুটবল ফেডারেশন। আঙ্কারাগুজু (Ankaragucu) ও রিজেসপোর (Rizespor) ম্যাচ পরিচালনা করছিলেন রেফারি হালিল উমুত। ম্যাচের শেষ বাঁশির পরে রেফারির মুখেই বিরাশি সিক্কার ঘুষি মেরে বসেছিলেন  ফারুক কোজা। তিনি আবার আঙ্কারাগুজু ক্লাবের প্রেসিডেন্ট। কিন্তু সেই ঘটনার পরে ক্লাব প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁকে গ্রেপ্তারও করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে তুরস্ক ফুটবল ফেডারশেন জানিয়ে দিল, কোজাকে সারাজীবনের জন্য নির্বাসিত করা হল। কোজার ঘুষিতে রেফারি হালিল উমুতের চোখের নীচে চিড় ধরে। হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।  

Advertisement

[আরও পড়ুন: গারদের পিছনে ধোনির বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ তোলা আইপিএস অফিসার]

মাঠের ভিতরে মারামারির ঘটনা নতুন কিছু নয়। কিন্তু কোনও ক্লাবের প্রেসিডেন্ট সোজা মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মেরে নক আউট করছেন, এমন ঘটনা কিন্তু স্মরণকালের মধ্যে ঘটেনি। সেই ঘটনার  পরে তুরস্ক ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। তুরস্ক ফুটবল ফেডারেশন নিন্দা করে জানিয়েছিল, ”শুধু হালিল উমুত মেলেরের উপরেই নয়, তুরস্কের ফুটবলের সঙ্গে জড়িত সবার উপরেই এই আঘাত। এই ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা রেফারির উপরে হামলা করেছেন, তাঁদের সবাইকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।” সেই শাস্তিই পেলেন আঙ্কারাগুজু ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট ফারুক কোজা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement