shono
Advertisement

গুলি করে হত্যা রুশ রাষ্ট্রদূতকে

আলেপ্পোর কথা ভুলো না, সিরিয়াকে ভুলো না-এই কথা বলতে বলতেই রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করল তুরস্কের এক পুলিশকর্মী। The post গুলি করে হত্যা রুশ রাষ্ট্রদূতকে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:14 PM Dec 20, 2016Updated: 08:47 AM Dec 20, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলেপ্পোর কথা ভুলো না, সিরিয়াকে ভুলো না- মুখে এই কথা। হাতে বন্দুক। এ কথা বলতে বলতেই রুশ রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করল তুরস্কের এক  পুলিশকর্মী।

Advertisement

সোমবার তুরস্কের রাজধানীতে একটি ছবি প্রদর্শনীতে গিয়েছিলেন তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভ। ছবি ও ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, প্রদর্শনীর উদ্বোধন করে বক্তৃতাও দিয়েছেন তিনি। ঠিক তারপরই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী। প্রথমে তার পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, গুলি চালানোর সময় আততায়ীর মুখে ছিল সিরিয়া ও আলেপ্পোর কথা। পরে জানা যায় আততায়ী এক পুলিশকর্মী। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন কার্লভ। হতচকিত উপস্থিত সকলেই। যদিও এর মধ্যেই নিরাপত্তারক্ষীরা ধরে ফেলেন আততায়ীকে।

গুলিবিদ্ধ কার্লভকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাচক্রে, রাশিয়া এবং তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক এমনিতেই তপ্ত। এই ঘটনায় সে উষ্মা আরও বাড়বে বলেই অনুমান করছে ওয়াকিবহাল মহল।

 

The post গুলি করে হত্যা রুশ রাষ্ট্রদূতকে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement