সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরে ফের ভূমিকম্পের কবলে আফগানিস্তান (Afghanistan)। বুধবার মাত্র আধঘণ্টার মধ্যে দুবার কেঁপে উঠল ভারতের প্রতিবেশী দেশটি। স্থানীয় সময় রাত সাড়ে বারোটা নাগাদ প্রথমবার কম্পন শুরু হয়। একটার সময়ে আবারও কেঁপে ওঠে আফগানিস্তান। উল্লেখ্য, বছরের প্রথম দিনেই ভূমিকম্পের কবলে পড়েছিল জাপান (Japan)। দুদিনের মধ্যেই ফের বিপর্যয়।
আফগানিস্তানের ন্যাশনাল সেন্টার ফর সেসমিলজি সূত্রে খবর, ফয়জাবাদ থেকে ১০০ মিটার দূরে কম্পনের উৎসস্থল। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে বারোটা নাগাদ ৪.৪ রিখটার স্কেলে কেঁপে ওঠে আশপাশের এলাকা। মাত্র আধঘণ্টার মধ্যে আরও বেশি মাত্রায় কম্পন। এবার ৪.৮ রিখটার স্কেলে ভূমিকম্প হয় ওই এলাকাতেই। তবে এখনও আফগানিস্তান থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
[আরও পড়ুন: বেইরুটে আগুন ঝরাল ইজরায়েল, দেহরক্ষী-সহ মৃত্যু হামাস শীর্ষনেতার]
উল্লেখ্য, গত বছর থেকেই লাগাতার ভূমিকম্পের কবলে পড়েছে আফগানিস্তান। ডিসেম্বর মাসে ৫.২ রিখটার স্কেলে কেঁপেছিল আফগানিস্তান। তার আগে অক্টোবর মাসেও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছিল দেশটি। ৬.২ রিখটার স্কেলে কম্পনের পর অসংখ্য আফটার শকে কেঁপে ওঠে গোটা আফগানিস্তান। দেশজুড়ে প্রায় দুহাজার মানুষের মৃত্যু হয়েছিল সেবারে। তবে বুধবারের ভূমিকম্পে এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, বছরের প্রথম দিনেই ভয়াবহ ভূমিকম্প হয় জাপানে। ৭.৬ রিখটার স্কেলে কম্পনের পর আছড়ে পড়ে সুনামিও। ইতিমধ্যেই সেদেশে ৬২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে উদ্ধারকাজ। দুদিন পরেও আফটার শক চলছে সেদেশে। অন্যদিকে, আর্জেন্টিনার লা রিওজায় ৫.৬ রিখটার স্কেলে ভূমিকম্প হয়েছে বলে খবর।