shono
Advertisement

Breaking News

লর্ডসে ফের শচীন-সৌরভ জুটি, নস্ট্যালজিয়ায় ভাসলেন ক্রিকেটপ্রেমীরা

শচীন ও সৌরভকে দেখে উচ্ছ্বসিত ধারাভাষ্যকাররাও।
Posted: 09:35 PM Jul 14, 2022Updated: 09:58 PM Jul 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস ছিল তাঁর যৌবনের তপোবন। অভিষেক টেস্টে এই ঐতিহাসিক মাঠেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পরে লর্ডসের বারান্দায় তাঁর জামা ওড়ানোর ছবি তো আইকনিক হয়ে গিয়েছে। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) আবারও দেখা গেল লর্ডসে। সঙ্গে তাঁর ‘ছোট বাবু’ শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

Advertisement

একসময়ে এই জুটি ব্যাট হাতে বোলারদের রাতের ঘুম কেড়ে নিত। ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন জুটিতে লুটেছেন রান। ওপেন করতে নেমে তাঁরা জুটিতে করেছেন ৬৬০৯ রান। ব্যাট-প্যাড অনেক আগেই তুলে রেখেছেন দুই তারকা। শচীন ও সৌরভকে একসঙ্গে লর্ডসের স্ট্যান্ডে ফের দেখা গেল। পাশে মাস্টার ব্লাস্টারের  স্ত্রী অঞ্জলি। স্ট্যান্ডে বসে ভারতের খেলা দেখছেন তাঁরা। ক্যামেরা যখন ধরল দুই বন্ধুকে, তখন দেশের দুই প্রাক্তন অধিনায়ককেই বেশ খুশি খুশি দেখাচ্ছিল। সেই কোন ছোটবেলা থেকে একসঙ্গে খেলছেন সৌরভ ও শচীন। একে অপরের সঙ্গ খুব পছন্দ করেন। লর্ডসের স্ট্যান্ডে হয়তো দুই প্রাক্তন তারকা হারিয়ে গিয়েছিলেন পুরনো দিনের স্মৃতিতে। মাঠে রোহিত শর্মার দল তখন ইংল্যান্ডের উপরে চাপ তৈরি করছে। মাঠের ভিতরে ভারতের পারফরম্যান্স ভক্তদের মনে খুশির তুফান তুলেছে।  

[আরও পড়ুন: রোহিতের ছক্কায় আহত শিশু, দেখা করে চকোলেট দিলেন ‘হিটম্যান’, ভাইরাল ছবি]

শচীন ও সৌরভকে একসঙ্গে দেখলে কি স্থির থাকতে পারেন ভক্তরা? মুহূর্তের মধ্যে দুই বন্ধুর ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কমেন্টের পর কমেন্ট করতে থাকেন অনুরাগীরা। দুই তারকাকে লর্ডসে দেখার পরে নেটদুনিয়ায় ভক্তরা লিখেছেন, ”দ্য গ্রেট শচীন তেন্ডুলকর অ্যাট দ্য হোম অফ ক্রিকেট।” কেউ আবার লিখেছেন, ”এই দুই ক্রিকেটারকে কি চিনতে পারছেন?” আরেক ভক্ত লিখেছেন, ”আজ কি ওপেন করার পরিকল্পনা করছেন দু’ জন?” 

 

শচীন ও সৌরভকে একসঙ্গে বসে থাকতে দেখে স্থির থাকতে পারেননি ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ও নাসের হুসেনও। তাঁরাও উচ্ছ্বসিত। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ”এই দুই ভদ্রলোক একসঙ্গে ২১টি শতরানের পার্টনারশিপ করেছেন।” একটু থেমে শাস্ত্রী বলেন, ”হ্যাঁ, গ্রেট ওপেনিং পেয়ার, বাঁ হাতি-ডান হাতি ব্যাটিং কম্বিনেশন। ওপেন করতে নেমে ৬ হাজার ওয়ানডে রান দু’ জনের। সত্যিকারের গ্রেট।”

[আরও পড়ুন: সমর্থকদের জন্য সুখবর, ঘরের মাঠে এএফসি কাপের সেমিফাইনাল খেলবে মোহনবাগান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement