shono
Advertisement

Breaking News

মুখোমুখি ইন্ডিগো ও স্পাইস জেটের বিমান, ছড়াল আতঙ্ক

ডিজিসিএ-এর তরফে জানানো হয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷ The post মুখোমুখি ইন্ডিগো ও স্পাইস জেটের বিমান, ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:05 PM Dec 27, 2016Updated: 10:54 AM Dec 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দু’টি বিমান৷ মঙ্গলবার সকালে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে মুখোমুখি সংঘর্ষ হতে চলেছিল ইন্ডিগো এবং স্পাইস জেটের দু’টি বিমান৷ অল্পের বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে৷ ঘটনায় বিমান যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়৷

Advertisement

এদিন ইন্ডিগোর বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণের পর থামার আগেই উল্টোদিক থেকে স্পাইস জেটের একটি বিমান উড়ানের জন্য সেটির দিকে এগিয়ে আসে৷ ফলে মুখোমুখি ধাক্কা লাগার উপক্রম হয়৷ কিন্তু চালকের তৎপরতায় দুর্ঘটনা এড়ানো যায়৷ ডিজিসিএ-এর তরফে জানানো হয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে৷

প্রসঙ্গত এদিনই ড্যাবোলিম বিমানবন্দরে বিপত্তিতে পড়ে গোয়া থেকে মুম্বইগামী জেট এয়ারওয়েজের একটি বিমান৷ রানওয়েতে আচমকাই পিছলে যায় বিমানটি৷ ঘটনায় আহত অন্তত ১৫ জন বিমানযাত্রী৷

The post মুখোমুখি ইন্ডিগো ও স্পাইস জেটের বিমান, ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement