shono
Advertisement
Border Gavaskar Trophy

পারথে চোটে নাজেহাল টিম ইন্ডিয়া, বদলি হিসাবে সুযোগ পেতে পারেন 'এ' দলের তারকারা!

পারথ টেস্ট থেকে কার্যত ছিটকে গিয়েছেন শুভমান গিল।
Published By: Anwesha AdhikaryPosted: 06:44 PM Nov 17, 2024Updated: 06:44 PM Nov 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক চোটের জেরে কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে টিম ইন্ডিয়া। পারথের বাউন্স বুঝতে না পেরে ভারতের একাধিক ব্যাটার আহত হয়েছেন। এহেন পরিস্থিতিতে ভারতীয় 'এ' দলের কয়েকজন ক্রিকেটারকে অস্ট্রেলিয়ায় থেকে যেতে বলা হবে বলে সূত্রের খবর।

Advertisement

ভারতের সিনিয়র দলের আগেই অস্ট্রেলিয়ায় গিয়েছিল ভারতের 'এ' দল। অজিভূমে গিয়ে দুটি বেসরকারি টেস্টও খেলে তারা। সোমবারই দেশে ফেরার কথা ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলের। কিন্তু সেই দলের দুই ব্যাটারকে আপাতত দেশে ফিরতে বারণ করা হবে বলেই সূত্রের খবর। শোনা যাচ্ছে, দেবদত্ত পাড়িক্কাল এবং সাই সুদর্শনকে আপাতত অস্ট্রেলিয়ায় রেখে দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। প্রথম দলের কেউ চোটের কারণে ছিটকে গেলে যেন পরিবর্ত পেতে সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, যেহেতু দুই ব্যাটার সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় খেলেছেন তাই আলাদা করে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাঁদের বেশি সময় লাগবে না।

উল্লেখ্য, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে রোহিত শর্মা আদৌ খেলবেন কিনা সেই জল্পনা এখনও শেষ হয়নি। এহেন পরিস্থিতিতে চোট পেয়ে পারথ টেস্ট থেকে কার্যত ছিটকে গিয়েছেন শুভমান গিল। তবে ভারতীয় সমর্থকদের জন্য আশার খবর, সুস্থ হয়ে উঠেছেন কে এল রাহুল। রবিবার দীর্ঘক্ষণ নেটে ব্যাটও করেছেন তিনি। ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন। প্রসঙ্গত, রোহিত না খেললে পারথে রাহুলই ওপেন করবেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। আপাতত ওয়াকায় অনুশীলন শেষ ভারতের। মঙ্গলবার থেকে অপ্টাস স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করবেন বিরাট কোহলিরা। এই মাঠেই শুক্রবার থেকে শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি। সম্ভবত জশপ্রীত বুমরাহর নেতৃত্বে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের সিনিয়র দলের আগেই অস্ট্রেলিয়ায় গিয়েছিল ভারতের 'এ' দল। অজিভূমে গিয়ে দুটি বেসরকারি টেস্টও খেলে তারা।
  • শোনা যাচ্ছে, দেবদত্ত পাড়িক্কাল এবং সাই সুদর্শনকে আপাতত অস্ট্রেলিয়ায় রেখে দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
  • বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে রোহিত শর্মা আদৌ খেলবেন কিনা সেই জল্পনা এখনও শেষ হয়নি।
Advertisement