অসিত রজক, বিষ্ণুপুর: স্বামীকে খুনে দোষী সাব্যস্ত স্ত্রী ও তার প্রেমিক। দুজনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল বিষ্ণুপুর মহকুমা আদালত। শাস্তির খবরে কান্নায় ভেঙে পড়ে সাজাপ্রাপ্ত যুবকের পরিবার। দাবি করে, সে নির্দোষ।
২০২১ সালের পয়লা মে বাঁকুড়ার ইন্দাসের ত্রিশালন গ্ৰামের বাসিন্দা নিমাই দুলেকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছিল স্ত্রী মামনি ও প্রেমিক সঞ্জয় ঘোষের বিরুদ্ধে। এর পর বাবার খুনিদের শাস্তির দাবিতে ইন্দাস থানার দ্বারস্থ হয় মৃতের নাবালক ছেলে তরুণ দুলে। মা মামনি দুলে ও মায়ের প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ করে সে। অভিযোগ ছিল, মামনির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সঞ্জয় ঘোষের। এই নিয়ে দম্পতির মধ্যেই প্রায়ই অশান্তি হত। এক পর্যায়ে পথের কাঁটাকে নিমাইকে সরানোর ছক কষে মামনি। ২০২১ সালে ১ মে রাতে নিমাইবাবুকে আকন্ঠ মদ্যপান করায় স্ত্রী ও তার প্রেমিক। নিমাইবাবু বেহুঁশ হয়ে পড়েন। এর পরই তাঁকে খুন করা হয়। তদন্ত নেমে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
সরকার পক্ষের আইনজীবী গুরুপদ ভট্টাচার্য বলেন, প্রায় ৩ বছরের কাছাকাছি সময় ধরে সেই মামলা চলল। বৃহস্পতিবার দোষীদের সাজা ঘোষণা করেছে আদালত। মামনি ও সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড, সেইসঙ্গে প্রত্যেকে ৫০,০০০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিষ্ণুপুর মহকুমা আদালতের বিচারক অনিরুদ্ধ মাইতি। যাবজ্জীবন কারাদণ্ডের খবরে সঞ্জয়ের দাদা অনুপ ঘোষ বলেন, "আমার ভাই নির্দোষ। আমরা উচ্চ আদালতে ফের আবেদন করব।"