shono
Advertisement

শাশুড়ি ও পুত্রবধূর গলার নলি কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

প্রতিবেশীদের বয়ান অনুযায়ী, বাড়ির নিরাপত্তা নিয়ে বেশ সচেতন থাকতেন ওই পরিবারের সবাই৷ The post শাশুড়ি ও পুত্রবধূর গলার নলি কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.
Posted: 10:42 PM Sep 27, 2016Updated: 05:12 PM Sep 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাশুড়ি ও পুত্রবধূকে নৃশংসভাবে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে৷ সোমবার সকালে তাঁদের বাড়ি থেকেই উদ্ধার হয় দেহ৷ ধারাল অস্ত্র দিয়ে দু’জনের গলার নলি কাটা হয়েছে বলে জানা গিয়েছে৷

Advertisement

পরিবার সূত্রে খবর, সকালে বাড়ির অন্যান্যরা কাজে বেড়িয়ে যাওয়ার পর বাড়িতে ছিলেন শাশুড়ি সন্তোষী বাঈ (৫৮) ও তাঁর পুত্রবধূ লতা দীনেশ(৩৮)৷ স্কুল থেকে বেলা ১১.৩০টা নাগাদ লতার মেয়ে বাড়ি ফিরে দেখতে পায় খাবার টেবিলে পড়ে রয়েছে তার মা এবং ঠাকুরমার রক্তাক্ত দেহ৷ মেয়েটির চিৎকারে বাইরে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা একজন পুলিশকর্মী ছুটে যান বাড়িতে৷ তিনিই পরে থানায় খবর দেন৷

প্রতিবেশীদের বয়ান অনুযায়ী, বাড়ির নিরাপত্তা নিয়ে বেশ সচেতন থাকতেন ওই পরিবারের সবাই৷ অজ্ঞাতপরিচয় কাউকেই বাড়িতে প্রবেশ করতে দিতেন না৷ কিন্তু লতার মেয়ের বয়ান অনুযায়ী, ওই দিন বাড়ির দরজা খোলা ছিল৷ তাই প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পরিচিত কোন ব্যক্তিই এই ঘটনার নেপথ্যে রয়েছে৷

পুলিশ আপাতত জানিয়েছে, মৃত সন্তোষী বাঈয়ের স্বামী সম্পত রাজ কয়েকজনকে টাকা ধার দিয়েছিলেন৷ সম্প্রতি তাদের সঙ্গে কিছু ঝামেলাতেও তিনি জড়িয়ে পড়েছিলেন৷ তাই অনুমান, হয়তো সেই বিবাদের জেরেই খুন হলেন তাঁর স্ত্রী ও পুত্রবধূ৷ শোনা যাচ্ছে খুন হওয়ার আগে সম্পত রাজের খোঁজে দুজন লোক বাড়িতে এসেছেন এমনটাই ফোন করে তাঁকে ও নিজের স্বামীকে জানিয়েছিলেন লতা৷

সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ৷

 

The post শাশুড়ি ও পুত্রবধূর গলার নলি কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement