shono
Advertisement

যুদ্ধাপরাধের দায়ে আরও ২ রাজাকারের ফাঁসির আদেশ

তিনজনের নামে মামলা চলছিল, একজন আগেই মারা যায়। The post যুদ্ধাপরাধের দায়ে আরও ২ রাজাকারের ফাঁসির আদেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:15 PM Apr 24, 2019Updated: 04:15 PM Apr 24, 2019

সুকুমার সরকার, ঢাকা: ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুটপাট ও ধর্মান্তকরণ-সহ অপরাধের জন্য ফের দুই রাজাকারের ফাঁসির আদেশ হল। বুধবার নেত্রকোনা জেলার হেদায়েতুল্লাহ ও সোহরাব ফকিরকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Advertisement

বুধবার আদালতের চেয়ারম্যান বিচারপতি মহম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেয়। মঙ্গলবার মামলার শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করা হবে বলে জানান বিচারপতিরা। এর আগে গত ৭ মার্চ এই মামলার শুনানি শেষে সিএভি ঘোষণা করা হয়। ২০১৭ সালের ১০ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার আদেশ দেয় ট্রাইব্যুনাল। ওই সময় আসামি ছিল তিনজন। তারা হল, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের গড়া শান্তি কমিটির সদস্য ও রাজাকার হেদায়েতুল্লাহ ওরফে মহম্মদ হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), রাজাকার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) ও রাজাকার সোহরাব ফকির ওরফে সোহরাব আলি ওরফে ছোরাপ আলি (৮৮)। আঞ্জু-মঞ্জু দুই ভাই।

[আরও পড়ুন-যৌনতার সময় আরেক সম্পর্কের কথা জানাজানি, প্রেমিককে খুন তরুণীর]

তিনজনের মধ্যে মঞ্জু ও রাজাকার ছোরাপ আটক ছিলেন। পরে ২০১৭ সালের ২৫ জানুয়ারি ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু। তিনজনের বাড়িই নেত্রকোণার আটপাড়া থানার কুলশ্রীতে। তবে আঞ্জু থাকে রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ মেথর পাড়ায়। অপরদিকে ছোরাপের বসবাস ছিল একই জেলার মদন থানার জাহাঙ্গীরপুরে।

[আরও পড়ুন-খাবার টেবিলেই মৃত্যু হাসিনার ৮ বছরের নাতির, শ্রীলঙ্কার পর বাংলাদেশেও কড়া নিরাপত্তা]

২০১৬ সালের ৮ সেপ্টেম্বর একটি সাংবাদিক বৈঠকে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট প্রকাশ করেন এই মামলার কো-অর্ডিনেটর আবদুল হান্নান খান। ৪০ জনের সাক্ষ্যে তাদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা এবং দেশত্যাগে বাধ্য করার মতো অপরাধের অভিযোগ পাওয়া গিয়েছে। 

The post যুদ্ধাপরাধের দায়ে আরও ২ রাজাকারের ফাঁসির আদেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement