shono
Advertisement

বাইকের সঙ্গে গাড়ির ধাক্কা, পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

চোখের জলে ভাসছে তাঁদের পরিবার।
Posted: 10:56 AM Jul 09, 2023Updated: 10:58 AM Jul 09, 2023

নন্দন দত্ত, সিউড়ি: বাইকের সঙ্গে গাড়ির ধাক্কা। পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের। বীরভূমের মুরারই-ওমরপুর রাস্তার উপর কুতুবপুর কাশেমনগরের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, ওই দুই যুবক ব্যালট বক্স পাহাড়া দিতে ডিআরসি সেন্টারের দিকে যাচ্ছিলেন। যদিও পরিবারের তরফে এ বিষয়ে কিছু নিশ্চিত করে জানানো হয়নি।

Advertisement

নিহতেরা হলেন রহমত শেখ এবং সবুর শেখ। তাঁরা দু’জনেই বীরভূমের পাইকর থানার নয়াগ্রামের বাসিন্দা। তাঁরা দু’জনেই মিত্রপুর নয়াগ্রাম থেকে পাইকরের দিকে যাচ্ছিলেন। কুতুবপুর কাশিমনগরের মাঝে কোনও গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দু’জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।

[আরও পড়ুন: ‘কুর্নিশ’, অটিজম আক্রান্তের ‘নাটু নাটু’ গানে মুগ্ধ মোদি! জড়িয়ে ধরলেন গায়ককে]

দুর্ঘটনার খবর পেয়ে পাইকর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ দুটি উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়। রহমত এবং সবুরের মৃত্যুতে চোখের জলে ভাসছেন তাঁদের পরিজনেরা। স্থানীয়দের দাবি, তাঁরা দু’জনে নির্দল প্রার্থী সমর্থক। ব্যালট বক্স পাহাড়া দিতে ডিআরসি সেন্টারের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথেই বিপত্তি। যদিও পরিবারের তরফে এ বিষয়ে কিছু নিশ্চিত করে জানানো হয়নি।

[আরও পড়ুন: এবার বন্দে ভারতের রংও গেরুয়া! জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত, বলছেন রেলমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার