অভিষেক চৌধুরী, কালনা: অঙ্ক নিয়ে ভয় ও বকুনির জের। পূ্র্ব বর্ধমানের কালনায় আত্মঘাতী দুই ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
কালনার বাঘনাপাড়ার দিয়ারা গ্রামের বাসিন্দা নন্দিনী ভূমিজ। বয়স ১৫ বছর। এলাকারই একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সে। স্কুলে পরীক্ষা চলছিল। সোমবার ছিল অঙ্ক পরীক্ষা। স্কুলে যাওয়ার আগে বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। পরিবারের লোকজন জানিয়েছে, পরীক্ষার প্রস্তুতি সেইভাবে না হওয়ার কারণেই ওই ছাত্রী ভয়ে আত্মঘাতী হয়েছে বলেই অনুমান করা হচ্ছে। দেহ ইতিমধ্যেই পুলিশের তরফে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
[আরও পড়ুন: মিড ডে মিলে পচা ডিম! প্রতিবাদ করতেই অভিভাবকের কানে ‘কামড়’ অঙ্গনওয়াড়ি কর্মীর]
অন্যদিকে পড়াশোনা নিয়ে বকাবকির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে একাদশ শ্রেণির এক ছাত্রী। মৃতার নাম পূর্ণিমা মণ্ডল (১৭)। তার বাড়ি নাদনঘাট থানার শাহজাদপুর এলাকায়। স্থানীয় এক স্কুলের ছাত্রী ছিল সে। সোমবার সকালে বাড়ির একটি ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে খবর, পড়াশোনা নিয়ে ওই ছাত্রীকে তার মা একটু বকাবকি করেছিল। তার পরই এমন ঘটনা। প্রাথমিকভাবে অনুমান, মায়ের বকুনির জেরে অভিমানে আত্মঘাতী ছাত্রী।