shono
Advertisement

Breaking News

কর্তৃপক্ষের নজর এড়িয়ে বিমান ওড়াল দুই কিশোর!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের কীর্তি৷ The post কর্তৃপক্ষের নজর এড়িয়ে বিমান ওড়াল দুই কিশোর! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:16 PM Nov 28, 2018Updated: 09:41 PM Nov 28, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিষয়টা শুনলে কারও মনে হতে পারে এটা হয়ত কোনও হলিউড সিনেমার দৃশ্য৷ আবার কেউ মনে করতে পারেন জঙ্গিদের মতো কাজ করা হয়েছে৷ আসলে দুটি কিশোরের পক্ষে যে এমন কাজ করা সম্ভব তা বিশ্বাসই করতে পারবেন না কেউ৷ এখন প্রশ্ন, কী করেছে তারা? কিছুই না, সকলের নজর এড়িয়ে, একটা চার্টার্ড বিমান নিয়ে সোজা আকাশে উড়ান দিয়েছে ১৪ ও ১৫ বছরের দুই কিশোর৷

Advertisement

[আকাশে ভাসছে বিমান, ককপিটে ঘুমিয়ে পাইলট! তারপর…]

ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের ইউটায়৷ ইতিমধ্যে দুই কিশোরকে গ্রেপ্তার করে, নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ৷ ইউনিটা কান্ট্রি শেরিফের অফিস সূত্রে খবর, দুই কিশোরের বাড়ি ইউটা থেকে কয়েক কিলোমিটার দূরে ওয়েস্ট ফ্রন্ট এলাকায়৷ কাউকে না জানিয়েই সম্প্রতি বাড়িতে থেকে চম্পট দিয়েছিল তারা৷ সেখান থেকে তারা আসে ইউটা এলাকায়৷ সেখানে একটা বন্ধুর বাড়িতে আস্তানা নেয়৷ এরপর সুযোগ বুঝে তারা ঢুকে পড়ে এলাকার একটি ফ্লাইং ক্লাবে৷ সোজা পৌঁছে যায় একটি চার্টার্ড বিমানের কাছে এবং সকলের নজর এড়িয়ে সেটা নিয়ে পাড়ি দেয় আকাশে৷

[মঙ্গলের মাটিতে নাসার মহাকাশযান, সফল অবতরণ ‘মার্স ইনসাট’-এর]

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমান চালানোয় পটু না হওয়ায়, খুব নিচু দিয়েই বিমানটিকে চালাচ্ছিল তারা৷ ফ্লাইং ক্লাবের আধিকারিকরা তাদের নিচে নামতে বললেও, অনভিজ্ঞতার কারণে সেটাও করতে পারছিল না তারা৷ অবশেষে কোনওক্রমে ভেরনাল বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করে ওই দুই কিশোর৷ সেখানেই তাঁদের গ্রেপ্তার করে, হেফাজতে নেয় পুলিশ৷ ইউনিটা কান্ট্রি শেরিফের তরফ থেকে এই দুই গুণধর কিশোরের কীর্তি ফেসবুকে শেয়ার করা হয় এবং মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় সেই পোস্ট৷ বর্তমানে ওই দুই কিশোরকে স্পেলিট মাউন্টেন ইউথ ডিটেনশন সেন্টারে রেখেছেন পুলিশ আধিকারিকরা৷

The post কর্তৃপক্ষের নজর এড়িয়ে বিমান ওড়াল দুই কিশোর! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার