shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

প্রিয় বান্ধবী আর নেই! শোনামাত্রই 'আত্মঘাতী' তরুণী, জোড়া 'আত্মহত্যা'য় হতবাক গ্রামবাসী

দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 09:01 PM Dec 21, 2024Updated: 09:01 PM Dec 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বান্ধবী 'আত্মঘাতী' হয়েছেন। খবর পেয়ে নিজেকেও দুনিয়া থেকে সরিয়ে নিলেন তরুণী। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বান্ধবীর মৃত্যুর ঘটনায় হতবাক উত্তরপ্রদেশের বান্দার জারি গ্রামের বাসিন্দারা। দুজনের দেহ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জারি গ্রামের বছর উনিশের গায়েত্রী বর্মার আত্মহত্যার খবর আসে তাঁদের কাছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানোর সময় তাঁদের কাছে আরও একটি খবর আসে গায়েত্রীর কাছের বান্ধবী বছর আঠারোর পুষ্পাদেবী প্রজাপতি 'আত্মহত্যা' করেছেন।

বান্দার সার্কেল অফিসার রাজীব প্রতাপ জানান, কিছুদিন আগে গায়েত্রী তাঁর বাবা দেবরাজ বর্মার কাছে শীতের পোশাক কেনার আবদার করেন। কিন্তু সেই আবদার পূরণ করতে পারেননি বাবা। রাগে, অভিমানে 'আত্মঘাতী' হন গায়েত্রী। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। এই ঘটনার মাঝেই তাঁর ঘনিষ্ঠ বান্ধবী পুষ্পাদেবীর আত্মহত্যার খবর আসে। ঘর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কাছের বান্ধবী 'আত্মঘাতী' হয়েছেন এই খবর সহ্য করতে না পেরে তিনিও আত্মহত্যা করেছেন বলে অনুমান।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই বান্ধবী প্রায় সারা দিন একসঙ্গে কাটাতেন। হাতে একে অপরের নামের ট্যাটুও করিয়ে ছিলেন তাঁরা। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বান্ধবী 'আত্মঘাতী' হয়েছেন। খবর পেয়ে নিজেকেও দুনিয়া থেকে সরিয়ে নিলেন তরুণী।
  • কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বান্ধবীর মৃত্যুর ঘটনায় হতবাক উত্তরপ্রদেশের বান্দার জারি গ্রামের বাসিন্দারা।
  • দুজনের দেহ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
Advertisement