shono
Advertisement
Kapil Dev

দুই বিশ্বজয়ী অধিনায়ক একসঙ্গে, কপিলের পাশে কে এই ক্রিকেটার?

চিনতে পারেন কপিলের পাশের এই প্রাক্তন ক্রিকেটারকে?
Published By: Krishanu MazumderPosted: 12:40 PM Jul 17, 2024Updated: 01:17 PM Jul 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপিল দেব (Kapil Dev) নিখাঞ্জের সঙ্গে এই বিশ্বজয়ী ক্রিকেটার কে? সোশাল মিডিয়া তোলপাড়। কপিলের পাশে দাঁড়িয়ে থাকা এই বিশ্বজয়ী কে চিনতেই পারা যাচ্ছে না।
তিনি অর্জুন রণতুঙ্গা (Arjuna Ranatunga)। ১৯৯৬ বিশ্বকাপে তাঁর নেতৃত্বে শ্রীলঙ্কা বিশ্বচ্যাম্পিয়ন হয়। রণতুঙ্গার নাম উচ্চারণ করলে যে ছবি ফুটে ওঠে ক্রিকেটপ্রেমীদের চোখে তার সঙ্গে এই রণতুঙ্গাকে মেলানো যায় না। চেহারায় অনেক পরিবর্তন এসেছে। আগের মতো থলথলে ব্যাপারটাই নেই। চুলে পাক ধরেছে। খেলার মাঠের সেই ধুরন্ধর, সাহসী অধিনায়ক আর এই রণতুঙ্গা সম্পূর্ণ ভিন্ন। সেই কারণেই সোশাল মিডিয়া ব্যবহারকারীরা বিস্মিত হয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: কোপা ফাইনালে মারাত্মক চোট, মাঠে ফিরবেন কবে মেসি?]

ক্রিকেট থেকে সরে যাওয়ার পরে রাজনীতিতে নেমেছিলেন রণতুঙ্গা। দ্বীপরাষ্ট্রের রাজনৈতিক জটিলতায় তাঁকে শ্রীঘরে যেতে হয়েছিল বলে খবর হয়েছিল। কপিলের সঙ্গে রণতুঙ্গার ছবি দেখার পরে এক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''ওহ, নব্বইয়ের দশক তুমি না দেখলে এই গ্রেট ম্যানকে চেনা যেতই না।'' বদলে যাওয়া রণতুঙ্গার ছবি দেখার পরে আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''এটা রণতুঙ্গা!! কী হয়েছে ওঁর?''
আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''কপিলের পাশে দাঁড়ানো লোকটাকে সবাই বলছেন রণতুঙ্গা। আমি ওর অসংখ্য ম্যাচ দেখেছি। আমি বিশ্বাস করতে পারছি না ইনি রণতুঙ্গা। আমি যে রণতুঙ্গাকে দেখেছি, সেই লোকটা আর এই লোকটা কীভাবে এক মানুষ হয়?''


এরকমই বিভিন্ন মন্তব্যে ভরে গিয়েছে সোশাল মিডিয়া। এর আগেও অরবিন্দু ডি সিলভা, সনথ জয়সূর্যের সঙ্গে রণতুঙ্গার ছবি ছড়িয়েছিল সোশাল মিডিয়ায়। তখনও রণতুঙ্গাকে চিনতে পারেননি অনেকে। এবারও তাঁকে চিনতে কষ্ট হল সোশাল মিডিয়া ব্যবহারকারীদের।

[আরও পড়ুন: কেন্দ্রীয় চুক্তির মেয়াদ কমছে বাবর আজমের, ভারতীয় বোর্ডের পথ অনুসরণ পিসিবির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কপিল দেব নিখাঞ্জের সঙ্গে এই বিশ্বজয়ী ক্রিকেটার কে?
  • সোশাল মিডিয়া তোলপাড়।
  • কপিলের পাশে দাঁড়িয়ে থাকা এই বিশ্বজয়ী কে চিনতেই পারা যাচ্ছে না।
Advertisement