shono
Advertisement

সাইকেলে মালদহ থেকে অযোধ্যা! রামমন্দির উদ্বোধনের সাক্ষী হতে যাত্রা শুরু ২ যুবকের

কালীমন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করলেন ২ যুবক।
Posted: 09:30 AM Jan 03, 2024Updated: 04:41 PM Jan 03, 2024

বাবুল হক, মালদহ: সাইকেলে মালদহ থেকে অযোধ্যাযাত্রার সিদ্ধান্ত। স্থানীয় কালীমন্দিরে পুজো দিয়ে রওনা দিলেন রবি ও অভিজিৎ। লক্ষ্য ২০ জানুয়ারির মধ্য অযোধ্যা পৌঁছে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া।

Advertisement

মালদহ শহরের বাসিন্দা অভিজিৎ বাসফোর ও রবি বিশ্বকর্মা। দুজনেরই রামমন্দির নিয়ে প্রবল আগ্রহ। দুজনেই চেয়েছিলেন রামমন্দির উদ্বোধন অনুষ্ঠানে সামিল হতে। সেই মতোই শুরু পরিকল্পনা। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেন সাইকেলে অযোধ্যা যাওয়ার। সেই মতো বুধবার সকালে মালদহের এক কালীমন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করলেন অভিজিৎ ও রবি। সাইকেলে রামের ছবি আঁকা পতাকা ও জাতীয় পতাকা। এদিন তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন এলাকার বহু মানুষ।

[আরও পড়ুন: তৃণমূল ছাড়ছেন রাজন্যা! এবার কোন ভূমিকায় দেখা যাবে ছাত্রনেত্রীকে?]

জানা গিয়েছে, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালাবেন এই দুই যুবক। মালদহ থেকে ডালখোলা, বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙ্গা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তাঁরা দু’জনে পৌঁছবেন অযোধ্যায়। অভিজিৎ ও রবির কথায়, “দেশ আগে, পরে ধর্ম। তবে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠা। আর এই প্রতিষ্ঠা পর্বের সাক্ষী হতেই সাইকেলে যাত্রার পরিকল্পনা।”

 

[আরও পড়ুন: সরকারি চাকরি না পাওয়ায় হতাশা! মানসিক অবসাদে আত্মঘাতী বধূ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার